প্রত্যাশা ডেস্ক: ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় এখন থেকে কোনো মুসলিম পুরুষ তার প্রথম স্ত্রীর সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে সরাসরি নিবন্ধন বা নথিভুক্ত করতে পারবেন না বলে রায় দিয়েছেন কেরালা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই তার মতামত নিতে হবে এবং আপত্তি থাকলে সেই বিয়ে নিবন্ধন করা যাবে না।
কেরালার রাজধানী তিরুবনন্তপুরমের বাসিন্দা মোহাম্মদ শরিফ এবং তার দ্বিতীয় স্ত্রীর একটি আবেদন বিবেচনার সময় আদালত এই পর্যবেক্ষণ ও নির্দেশনা দেন। তারা তাদের দ্বিতীয় বিয়ে নথিভুক্ত করার জন্য আদালতের নির্দেশনা চেয়েছিলেন।
আদালত বলেছেন, মুসলিম ব্যক্তিগত আইন কিছু পরিস্থিতিতে দ্বিতীয় বিবাহ অনুমোদিত করলেও, প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার স্বামীর দ্বিতীয় বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে তিনি নীরব দর্শক হয়ে থাকতে পারেন না।
যদি কোনো মুসলিম পুরুষ তার দ্বিতীয় বিবাহ নথিভুক্ত করতে চান, তাহলে তাকে অবশ্যই তার প্রথম স্ত্রীর মতামত নিতে হবে এবং তাকে শুনানির সুযোগ দিতে হবে।
এ ক্ষেত্রে প্রথম স্ত্রী যদি আপত্তি করেন এবং অভিযোগ করেন, তবে সেই বিয়ে অবৈধ হিসেবে গণ্য হবে এবং রেজিস্ট্রারকে সেই বিয়ে নথিভুক্ত করা থেকে বিরত থাকতে হবে।
উচ্চ আদালত আরও জানান, মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে দ্বিতীয় বিয়ের বৈধতা প্রতিষ্ঠার জন্য মামলাকারীদের নির্দিষ্ট আদালতে যেতে হবে।
মঙ্গলবার হাইকোর্ট মোহাম্মদ শরিফের আবেদনটি খারিজ করে দেন, কারণ হিসেবে আদালত বলেন, এ মামলায় প্রথম স্ত্রীকে পক্ষ করা হয়নি। তবে আদালত এই বিষয়টিও স্পষ্ট করে দেন যে, দ্বিতীয় বিয়ে নথিভুক্ত করা একেবারেই যাবে না তা নয়, তবে এ ক্ষেত্রে প্রথম স্ত্রীর মতামত নেওয়া বাধ্যতামূলক।
ওআ/আপ্র/০৬/১১/২০২৫























