আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ মোড়লের ছেলে অহিদ মোড়ল ভাড়ায় মোটরসাইকেল চালাতেন । বুধবার (৫ নভেম্বর) রাতে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে পাটকেলঘাটা থানার চারা বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।
ধারণা করা হচ্ছে, যাত্রীবেশি ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে।
স্থানীয় মাহমুদুল ইসলাম জানান, বুধবার তিনি মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। ভোরে স্থানীয়রা চারাবটতলা এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, যাত্রীবেশি দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভাড়া নিয়ে রাতে শ্বাসরোধ করে তাকে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে চারাবটতলা এলাকা থেকে আমরা একটি মরদেহ উদ্ধার করেছি।
প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ময়না তদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ময়না তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
সানা/এসি/আপ্র/০৬/১১/২০২৫




















