ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

এবার রাজশাহীর হয়ে বিপিএল মাতাবেন তামিম

  • আপডেট সময় : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: সবঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে রাজশাহী স্টার্স। আর এই আসরের জন্য হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী।

আগামী পাঁচ মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। টুর্নামেন্টে রাজশাহী স্টার্স নামে খেলার কথা থাকলেও জানা গেছে, রাজশাহী ওয়ারিয়র্স নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।

মালিকানা পাওয়ার পরই নতুন কোচ নিয়োগ দিয়েছে তারা। বিপিএলের আগামী মৌসুমে রাজশাহীর প্রধান কোচ হিসেবে দেখা যাবে হান্নান সরকারকে। এরপরই তানজিদ তামিমের সঙ্গে আলোচনা শুরু করেছিল তারা। যেখানে তারা সফল হয়েছে বলে জানিয়েছে, বিসিবির একটি সূত্র।

এর আগের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তামিম। ৪ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৪৮৫ রান করেছিলেন তিনি। এবার এই তরুণ ওপেনারকে দেখা যাবে রাজশাহীর জার্সিতে।

আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে এবারের বিপিএলের ড্রাফট। এরই মধ্যে তারা বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তারা পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে কথা বার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে।

ওআ/আপ্র/০৬/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এবার রাজশাহীর হয়ে বিপিএল মাতাবেন তামিম

আপডেট সময় : ০৪:৫১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: সবঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে রাজশাহী স্টার্স। আর এই আসরের জন্য হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী।

আগামী পাঁচ মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। টুর্নামেন্টে রাজশাহী স্টার্স নামে খেলার কথা থাকলেও জানা গেছে, রাজশাহী ওয়ারিয়র্স নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।

মালিকানা পাওয়ার পরই নতুন কোচ নিয়োগ দিয়েছে তারা। বিপিএলের আগামী মৌসুমে রাজশাহীর প্রধান কোচ হিসেবে দেখা যাবে হান্নান সরকারকে। এরপরই তানজিদ তামিমের সঙ্গে আলোচনা শুরু করেছিল তারা। যেখানে তারা সফল হয়েছে বলে জানিয়েছে, বিসিবির একটি সূত্র।

এর আগের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তামিম। ৪ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৪৮৫ রান করেছিলেন তিনি। এবার এই তরুণ ওপেনারকে দেখা যাবে রাজশাহীর জার্সিতে।

আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে এবারের বিপিএলের ড্রাফট। এরই মধ্যে তারা বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা শুরু করেছে। তারা পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে কথা বার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে।

ওআ/আপ্র/০৬/১১/২০২৫