আজিজুল হক, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, পেঁয়াজ ও চিনাবাদাম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রথম দফায় ১৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বারি-১৪ জাতের ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
এ সময় ইউএনও রকিবুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনজিৎ কুমার পাল, কৃষি অফিসার নাজমুল হাসান, নিহার রঞ্জন, লিমা আক্তার উপস্থিত ছিলেন।
রিয়াজ/সানা/ওআ/আপ্র/০৫/১১/২০২৫


















