ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি

  • আপডেট সময় : ০৮:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:  যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবারও শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাবির অবস্থান ১৩২তম এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম।

আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জনসংযোগ দপ্তর থেকে উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে। এবার তালিকায় এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার মধ্যে তালিকার শীর্ষস্থানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অব হংকং এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি। কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে এই বার্ষিক তালিকা প্রকাশ করে, যেখানে মূলত একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়। এই বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অধিকার করে। এই র‌্যাঙ্কিংয়ে ঢাবি ২০০ ধাপ এগিয়ে বিশ্বে ১০০০ এর মধ্যে অবস্থান করছে। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ সায়েন্টিস্ট-২০২৫ (ওয়ার্ল্ড টপ টু পারসেন্ট সায়েন্টিস্ট) তালিকায় স্থান পেয়েছেন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ এই বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে।

এতে বলা হয়, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় একটি ১৬ সদস্যের কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহবায়ক করে গঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের জন্য সৃষ্টিশীল পদক্ষেপ গ্রহণ করেছে, যার প্রভাব র‌্যাঙ্কিংয়ে আস্তে আস্তে পড়তে শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাঙ্কিংয়ের এই সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে, র‌্যাঙ্কিং কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ওআ/আপ্র/০৫/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে এবারও দেশ সেরা ঢাবি

আপডেট সময় : ০৮:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:  যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবারও শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাবির অবস্থান ১৩২তম এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম।

আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জনসংযোগ দপ্তর থেকে উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে। এবার তালিকায় এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার মধ্যে তালিকার শীর্ষস্থানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অব হংকং এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং ইউনিভার্সিটি। কিউএস প্রতিবছর কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে এই বার্ষিক তালিকা প্রকাশ করে, যেখানে মূলত একাডেমিক কার্যক্রম, পিএইচডিধারীর সংখ্যা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনা করা হয়। এই বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অধিকার করে। এই র‌্যাঙ্কিংয়ে ঢাবি ২০০ ধাপ এগিয়ে বিশ্বে ১০০০ এর মধ্যে অবস্থান করছে। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক ও গবেষক ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ সায়েন্টিস্ট-২০২৫ (ওয়ার্ল্ড টপ টু পারসেন্ট সায়েন্টিস্ট) তালিকায় স্থান পেয়েছেন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ এই বিশ্বসেরা গবেষক তালিকা প্রকাশ করেছে।

এতে বলা হয়, বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিক-নির্দেশনায় একটি ১৬ সদস্যের কমিটি দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহবায়ক করে গঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের জন্য সৃষ্টিশীল পদক্ষেপ গ্রহণ করেছে, যার প্রভাব র‌্যাঙ্কিংয়ে আস্তে আস্তে পড়তে শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাঙ্কিংয়ের এই সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে, র‌্যাঙ্কিং কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ওআ/আপ্র/০৫/১১/২০২৫