প্রযুক্তি ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে তীব্র গরম থেকে হওয়া স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র গরমের ঢেউ ও তীব্র ঠান্ডা আবহাওয়া আরো ঘনঘন ও শক্তিশালী হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই উভয় তাপমাত্রার চরম পরিস্থিতি মানুষের স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে তা নিয়ে আরো উদ্বিগ্ন হয়ে উঠছেন বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।
‘হার্ভার্ড টিএইচ চ্যান পাবলিক হেলথ স্কুল’-এর গবেষকদের পরিচালিত নতুন গবেষণায় সুইডেনে বসবাসকারী রোগীদের ওপর মনোযোগ দিয়েছেন গবেষকরা।
গবেষণা বলছে, অস্বাভাবিক আবহাওয়া হার্টের জন্য ক্ষতিকর হতে পারে, যা পুরানো তথ্য। তবে নতুন গবেষণা বলছে, এই উভয় তাপমাত্রার চরম পরিস্থিতিতে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা বিশেষভাবে ঝুঁকিতে থাকতে পারেন।
হার্ট ফেইলিওর গুরুতর এক স্বাস্থ্য অবস্থা, যেখানে হার্ট ঠিকমতো রক্ত সঞ্চালন করতে পারে না। হার্ট ফেইলিওরে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিকভাবেই স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকিতে থাকেন। এ গবেষণায় ইঙ্গিত মিলেছে, চরম তাপমাত্রা তাদের মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে।
গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘জামা কার্ডিয়োলজি’-তে। এ গবেষণায় সুইডেনে ২০০৬ থেকে ২০২১ সালের মধ্যে হার্ট ফেইলিওরে আক্রান্ত দুই লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। মৃত্যুর সময়কার তাপমাত্রা কোনো ভূমিকা রাখে কি না তা এ গবেষণায় খতিয়ে দেখেছে গবেষণা দলটি। এজন্য প্রতিটি ব্যক্তির বাড়ির ঠিকানার সঙ্গে মিলিয়ে স্থানীয় আবহাওয়ার তথ্য ও দূষণের মাত্রা ব্যবহার করেছেন গবেষকরা।
গবেষকরা প্রতিটি মৃত্যুর ঠিক আগের সাত দিন কেমন আবহাওয়া ছিল তা দেখেছেন। এরপর তারা এমনই অন্যান্য দিনও তুলনা করেছেন, যেখানে আবহাওয়া একই ধরনের ছিল কিন্তু কেউ মারা যায়নি। তারা দেখছিলেন যে, বিশেষভাবে গরম বা ঠান্ডা আবহাওয়া মানুষের মৃত্যু ঝুঁকি বাড়ায় কি না।
গবেষণায় ইংরেজি ‘ইউ শেইপ’ ফলাফলে উঠে এসেছে, খুব গরম ও খুব ঠান্ডা উভয় আবহাওয়াতেই মৃত্যুর ঝুঁকি বেশি, বিশেষ করে ঠান্ডার সময়। পুরো গবেষণা সময়কালে ঠান্ডা তাপমাত্রায় সার্বিক মৃত্যুর হার বেড়েছে ১৩ শতাংশ ও হৃদরোগে মৃত্যু ১৬ শতাংশ। অন্যদিকে, গবেষণার শেষ কয়েক বছরে, উচ্চ তাপমাত্রা সার্বিক মৃত্যু হার ৫ শতাংশ ও হৃদরোগে মৃত্যু ৮ শতাংশ বাড়িয়েছে।
২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে তাপসংক্রান্ত ঝুঁকি ২০০৬ থেকে ২০১৩ সালের তুলনায় ব্যাপকহারে বেড়েছে, যা থেকে ইঙ্গিত মেলে, জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধির ফলে তৈরি লু হাওয়া ঢেউ আরো বিপজ্জনক করে তুলছে, বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগের সমস্যা রয়েছে তাদের বেলায়। গবেষণায় কিছু নির্দিষ্ট দলের মানুষ অন্যদের তুলনায় বেশি প্রভাবিত হয়েছেন। যেমন– ডায়াবেটিসে আক্রান্ত পুরুষ এবং যারা ডায়ুরেটিক বা হার্ট ফেইলিওরের ওষুধ সেবন করেন তারা ঠান্ডার দিনে বেশি মৃত্যু ঝুঁকিতে ছিলেন।
এদিকে, যারা ‘অ্যাট্রিয়াল ফিব্রিলেশন’ বা হার্ট স্পন্দনে অসামঞ্জস্যতার সমস্যায় আছেন এবং উচ্চ ওজোন দূষণের অঞ্চলে বাস করেন গরম তাপমাত্রায় বেশি ঝুঁকিতে ছিলেন তারা। গবেষণায় অংশ নেওয়া দুর্বল ব্যক্তি বিশেষ করে হার্ট ফেইলিওরে আক্রান্ত ব্যক্তিদের চরম আবহাওয়া থেকে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। গরমের ঢেউ বা তীব্র ঠান্ডার সময় ডাক্তার ও জনস্বাস্থ্য কর্মকর্তাদের এ ধরনের রোগীদের বিশেষ নির্দেশনা দেওয়ার প্রয়োজন হতে পারে।
সানা/আপ্র/০৫/১১/২০২৫

























