বিনোদন ডেস্ক: দুই দিন আগেই শাহরুখ খানের ৬০তম জন্মদিনে অন্তর্জালে এসেছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর ফার্স্ট লুক। লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন বিতর্ক উসকে উঠেছে।
‘কিং’-এর প্রথম লুক প্রকাশের পরেই, শাহরুখের নীল শার্ট এবং ট্যান জ্যাকেটের লুকটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা বয়ে যায়। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এফ১-এ ব্র্যাড পিটের লুকের সঙ্গে তার চেহারা ও পোশাকের মিল খুঁজে বের করেন এবং দুজনের পাশাপাশি ছবি শেয়ার করেন, যা নিয়ে দুই দিন ধরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
কিছু ভক্ত এটিকে ‘ইন্সপিরেশন’ বললেও, অন্যরা এটিকে ‘টুকলিবাজি’ বলে আখ্যা দেন, যা নিয়ে অনলাইনে বিতর্কের সৃষ্টি হয়। অবশেষে, এই তুলনা এবং সিনেমাটিকে ঘিরে তৈরি হওয়া ফ্যান থিওরি নিয়ে মুখ খুলেছেন ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
বলিউডকে কেন ক্রমাগত ঘৃণার শিকার হতে হয়, এই প্রশ্ন তুলে করা একটি টুইটের জবাব দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। সেই পোস্টে লেখা ছিল, ‘আজকাল হেটার্সদের যুক্তি বেশ মজার।
যদি বলিউড সিনেমায় থাকে ফাইটার জেট-টপ গান এর নকল, জাহাজ-টাইটানিকের নকল, একই পোশাক-এফ এর নকল, কমলা পোশাক-হিন্দু-বিরোধী, এদের আই কিউ লেভেল যেন, সেই ১৯৪৭ সাল থেকে বাফারিং হয়েই চলেছে।’
এই পোস্টে একটি কোলাজ শেয়ার করা হয়েছে, যেখানে শাহরুখকে তার ২০১৭ সালের ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এও এই একই ধরনের পোশাকে দেখা যাচ্ছে। বরং তারপরে ব্র্যাড পিটকে তার ২০২৫ সালের ছবি এফ১-এ সেইরকম লুকে দেখা যাচ্ছে এবং সবশেষে ‘কিং’-এর সেই ছবিটি, যা সোশ্যাল মিডিয়ায় পুরো আলোচনার জন্ম দিয়েছে।
সিদ্ধার্থ আনন্দ কমেন্ট সেকশনে এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বেশ কয়েকটি হাসির ইমোজির সঙ্গে ‘থাম্বস আপ ইমোজি’ দিয়েছেন, যা দেখে মনে হচ্ছে তিনি পোস্টের ভাবনার সঙ্গে একমত।
‘কিং’-এর টাইটেল টিজারে শাহরুখকে এমন অ্যাকশন এবং স্টান্ট করতে দেখা গেছে, যা আগে কখনো দেখা যায়নি। টিজারে তাকে সল্ট অ্যান্ড পেপার লুকে দেখা গেছে।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভর্মা-সহ আরও অনেকে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে।
ওআ/আপ্র/০৪/১১/২০২৫

























