লাইফস্টাইল ডেস্ক: প্রত্যেকেই চান নতুন বাড়ি বা পুরনো বাসস্থান নিজের হাতে যত্ন করে সাজিয়ে তুলতে। ঘরের সাজসজ্জা মনের মতো না হলে মন-মেজাজ কোনোটাতেই শান্তি আসে না। অনেকেই ভালোবাসার সাথে ঘর সাজালেও সঠিক পরিকল্পনার অভাবে কিছু ভুল করে বসেন। ফলে পরিশ্রম বৃথা যায়। তাই বাড়ির অন্দরে শখের সাজসজ্জা নিখুঁত করার আগে কয়েকটি সাধারণ ভুল সম্পর্কে জানা নিন দরকার। দা হলো-
দেওয়ালের রং নির্বাচনে হঠকারিতা: দেওয়ালের রং বাছার সময় সবথেকে বেশি সতর্ক থাকা প্রয়োজন। কোনো রং শুধু দেখতে পছন্দ হলো বলেই নির্বাচন করা উচিত নয়। বরং, ঘরে আলোর প্রবেশ, ঘরের পরিমাপ এবং সামগ্রিক আবহ বিবেচনা করে রং কিনুন। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঘরের জন্য অতিরিক্ত গাঢ় বা ধূসর ধরনের রং এড়িয়ে যাওয়াই শ্রেয়।
অতিরিক্ত জমকালো ওয়ালপেপার বা নকশা: বর্তমানে ওয়াল আর্ট বা রকমারি নকশার ওয়ালপেপারের চল থাকলেও তা যেন ঘরের মূল থিমের সঙ্গে মানানসই হয়। খুব বেশি জমকালো বা চোখ ধাঁধানো নকশা আপনার বাড়ির সামগ্রিক সাজসজ্জাকে নষ্ট করে দিতে পারে। মনে রাখবেন, সরলতা প্রায়ই কমনীয়তা নিয়ে আসে।
আসবাবের আধিক্য ও ভুল সময় নির্বাচন: ঘরের আসবাবপত্র কোথায় রাখবেন, তার সঠিক পরিকল্পনা জরুরি। ঘরের পরিমাপের তুলনায় অতিরিক্ত আসবাব দিয়ে ঘর ভরে ফেললে তা বিশৃঙ্খল দেখায়। সবচেয়ে বড় ভুল হলো: আগে রং করা, তারপর আসবাব কেনা। সঠিক পদ্ধতি হলো, ঘরের পরিমাপ বুঝে প্রথমে আসবাব নির্বাচন করা এবং তারপর সেই আসবাবের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়ালের রং ঠিক করা।
রঙের একঘেয়েমি পরিহার করা: অনেকেই ঘরের প্রতিটি জিনিস তথা বিছানার চাদর থেকে পর্দা, পাপোশ থেকে আলমারি একই রঙে সাজাতে পছন্দ করেন। এই একরঙা সাজসজ্জা ঘরের সৌন্দর্যকে কমিয়ে দেয়। অন্দরসজ্জা প্রাণবন্ত করতে গেলে রঙের বৈচিত্র্য রাখা জরুরি। বিভিন্ন রঙের সমন্বয় আপনার ঘরে ভিন্ন মেজাজ তৈরি করতে পারে।
ছোট পর্দা: বাড়ির পর্দা সব সময় লম্বা হওয়া বাঞ্ছনীয়। জানালা বা দরজার উচ্চতার তুলনায় ছোট পর্দা দেখতে একদমই ভালো লাগে না, যা ঘরের উচ্চতাকে কমিয়ে দেয়। পর্দা কেনার আগে সঠিক মাপ নেওয়া জরুরি। এছাড়াও, পর্দার রং যেন দেওয়াল এবং আসবাবের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে মনোযোগ দিন।
আজকের প্রত্যাশা/কেএমএএ


























