ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
রংপুরের সাংবাদিক নেতাদের হুঁশিয়ারি

২১ দফা না মানলে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি

  • আপডেট সময় : ০৯:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

শনিবার দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত মানববন্ধন সমাবেশে নেতৃবৃন্দ -ছবি সংগৃহীত

রংপুর প্রতিনিধি: সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং মুক্তগণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে ‘লং মার্চ টু যমুনা’র ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এই ঘোষণা দেন নেতৃবৃন্দ।

আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, মায়াবাজারের সম্পাদক সুশান্ত ভৌমিক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, আরপিইউজে সিনিয়র সহসভাপতি চঞ্চল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, রংপুর রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য খুশবু আহমেদ রনি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ প্রমুখ।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, আর্থিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্যপাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড গঠন, সংবাদপত্রের ওপর আরোপিত করপোরেট ট্যাক্সের উচ্চহার ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমানোসহ ২১ দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে।

বক্তারা আরো বলেন, এসব দাবি মানা না হলে প্রয়োজনে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবে সাংবাদিকরা। সেই কর্মসূচিতে রংপুরের সাংবাদিকরা অংশ নেবে। সাংবাদিকরা অধিকার আদায়ের দাবিতে আর পিছিয়ে পড়তে চায় না। এখন সারা দেশের ঐক্যবদ্ধভাবে ২১ দফা দাবি বাস্তবায়নে একযোগে এ কর্মসূচি পালন করছে। যদি সরকারের টনক না নড়ে, তাহলে প্রয়োজনে ঢাকায় বৃহৎ সমাবেশ ও যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। সমাবেশে সংহতি প্রকাশ করেন রংপুর বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আহমেদ, রেড জুলাই সভাপতি ও এনসিপির নেতা শেখ রেজওয়ান প্রমুখ। এছাড়াও সংহতি জানিয়ে রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস), অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থাসহ মাহিগঞ্জ, সদর, শ্যামপুর, গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।

সানা/আপ্র/০১/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

রংপুরের সাংবাদিক নেতাদের হুঁশিয়ারি

২১ দফা না মানলে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি

আপডেট সময় : ০৯:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

রংপুর প্রতিনিধি: সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং মুক্তগণমাধ্যম প্রতিষ্ঠাসহ ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে ‘লং মার্চ টু যমুনা’র ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এই ঘোষণা দেন নেতৃবৃন্দ।

আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, মায়াবাজারের সম্পাদক সুশান্ত ভৌমিক, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক, আরপিইউজে সিনিয়র সহসভাপতি চঞ্চল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, রংপুর রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য খুশবু আহমেদ রনি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ প্রমুখ।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, আর্থিক ও কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্যপাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, সংবাদপত্র, অনলাইন, টেলিভিশন, রেডিও ও মাল্টিমিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড গঠন, সংবাদপত্রের ওপর আরোপিত করপোরেট ট্যাক্সের উচ্চহার ২৭ দশমিক ৫ শতাংশ থেকে কমানোসহ ২১ দফা দাবি অবিলম্বে কার্যকর করতে হবে।

বক্তারা আরো বলেন, এসব দাবি মানা না হলে প্রয়োজনে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবে সাংবাদিকরা। সেই কর্মসূচিতে রংপুরের সাংবাদিকরা অংশ নেবে। সাংবাদিকরা অধিকার আদায়ের দাবিতে আর পিছিয়ে পড়তে চায় না। এখন সারা দেশের ঐক্যবদ্ধভাবে ২১ দফা দাবি বাস্তবায়নে একযোগে এ কর্মসূচি পালন করছে। যদি সরকারের টনক না নড়ে, তাহলে প্রয়োজনে ঢাকায় বৃহৎ সমাবেশ ও যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। সমাবেশে সংহতি প্রকাশ করেন রংপুর বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আহমেদ, রেড জুলাই সভাপতি ও এনসিপির নেতা শেখ রেজওয়ান প্রমুখ। এছাড়াও সংহতি জানিয়ে রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস), অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থাসহ মাহিগঞ্জ, সদর, শ্যামপুর, গঙ্গাচড়া, পীরগাছা, কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।

সানা/আপ্র/০১/১১/২০২৫