ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেফতার

  • আপডেট সময় : ০৭:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার অভিযোগে হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার নিজামুদ্দিন (৪৫) নামের হেলপারকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। তিনি রমজান পরিবহনের বাসের হেলপার। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।’

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, গ্রেফতার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

২৯ অক্টোবর সিদরাতুল মুনতাহা রহমান নামে এক নারীকে হেনস্তার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন।

ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় জানিয়ে একটি পোস্ট দেন। লিখেছেন, ‘আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।’ তিনি জানান, এ ঘটনার পর প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

ওআ/আপ্র/৩১/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেফতার

আপডেট সময় : ০৭:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার অভিযোগে হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার নিজামুদ্দিন (৪৫) নামের হেলপারকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল। তিনি রমজান পরিবহনের বাসের হেলপার। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।’

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, গ্রেফতার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

২৯ অক্টোবর সিদরাতুল মুনতাহা রহমান নামে এক নারীকে হেনস্তার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন।

ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় জানিয়ে একটি পোস্ট দেন। লিখেছেন, ‘আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।’ তিনি জানান, এ ঘটনার পর প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

ওআ/আপ্র/৩১/১০/২০২৫