গাইবান্ধা প্রতিনিধি: ‘বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প’ বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা গতকাল মঙ্গলবার সকালে প্রশিকার গাইবান্ধা জোন অফিসে অনুষ্ঠিত হয়েছে।
পিকেএসএফ এর আর্থিক সহায়তায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা জোন এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট ভেরিফিকেশন কনসালটেন্ট (আইভিসি) পিকেএসএফ মোঃ মিজানুর রহমান। কর্মশালায় প্রশিক্ষা গাইবান্ধা জোনের ১০টি শাখার ক্রেডিট অফিসার ও ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন ।
প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্ব কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এসকেএস ফাউন্ডেশন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রজেক্টের কো-অর্ডিনেটর এন্ড ফোকাল পার্সন মোঃ এস কে মামুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপন খান।
রিয়াজ/সানা/আপ্র/২৯/১০/২০২৫


























