নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নয় মাস পর সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা।আগামী ১৫ নভেম্বর থেকে মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মধ্যে এই নতুন পোশাক বিতরণ শুরু হবে।
পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর জন্য বছরের গোড়ার দিকেই নতুন ইউনিফর্ম প্রবর্তনের সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের নতুন ইউনিফর্মের রঙ লোহার (আয়রন), র্যাবের ইউনিফর্ম জলপাই (অলিভ) এবং আনসার বাহিনীর ইউনিফর্মের রঙ সোনালি গমের (গোল্ডেন হুইট) নির্ধারণ করা হয়েছে।
নতুন পোশাক বিতরণের প্রক্রিয়াটি শুরু হবে মেট্রোপলিটন পুলিশ দিয়ে। এরপর পর্যায়ক্রমে সারাদেশের জেলা পুলিশ সদস্যদের মধ্যেও এই ইউনিফর্ম বিতরণ করা হবে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে ইউনিফর্মের রঙ ও কাপড় নির্বাচন করা হয়েছে, যাতে তা আরামদায়ক ও মানসম্মত হয়। নতুন রঙের সঙ্গে সমন্বয় রেখে পোশাকের ডিজাইনও চূড়ান্ত করা হয়েছে।
তবে এই নতুন ইউনিফর্ম নিয়ে মেট্রোপলিটন ও জেলা পুলিশের কিছু সদস্যের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে। তাদের উদ্বেগের কারণ হলো, একই রঙের পোশাক হওয়ায় মেট্রোপলিটন ও জেলা পুলিশ সদস্যদের আলাদা করে চেনা কঠিন হবে বলে তারা মনে করছেন।
অপরদিকে, র্যাবের নতুন জলপাই রঙের ইউনিফর্ম এখনো বিতরণ শুরু হয়নি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য নির্ধারিত সোনালি হুইট রঙের ইউনিফর্মের বিষয়েও মন্ত্রণালয় থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
স্মরণ করা যেতে পারে, পুলিশের ইউনিফর্মের ইতিহাসে এর আগেও বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। খাকি রঙ থেকে শুরু করে হালকা জলপাই, গাঢ় নীল ও কালো রঙের মিলিত পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করেছেন। নতুন ইউনিফর্ম প্রবর্তনের প্রধান লক্ষ্য হলো, পুলিশ সদস্যরা যেন নতুন উদ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হন।
এসি/আপ্র/২৯/১০/২০২৫


























