ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

শীত পড়বে কবে, জানালেন আবহাওয়াবিদ

  • আপডেট সময় : ০৬:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় ধীরে ধীরে উত্তর দিকের হিমেল হাওয়া বাড়ছে ও দিনের তাপমাত্রা কমছে। সেই সঙ্গে ভোরের কুয়াশা আর সকালের ঠান্ডা বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ওমর ফারুক বলেন, ‘উত্তরাঞ্চলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলায়। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে। এ ছাড়া ডিসেম্বরের প্রথমার্ধে ঢাকায় শীত শুরু হবে।’

আবহাওয়া বিশেষজ্ঞদের তথ্যমতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।

ওআ/আপ্র/২৮/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শীত পড়বে কবে, জানালেন আবহাওয়াবিদ

আপডেট সময় : ০৬:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় ধীরে ধীরে উত্তর দিকের হিমেল হাওয়া বাড়ছে ও দিনের তাপমাত্রা কমছে। সেই সঙ্গে ভোরের কুয়াশা আর সকালের ঠান্ডা বাতাস শীতের আগমনী বার্তা দিচ্ছে। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ওমর ফারুক বলেন, ‘উত্তরাঞ্চলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলায়। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে। এ ছাড়া ডিসেম্বরের প্রথমার্ধে ঢাকায় শীত শুরু হবে।’

আবহাওয়া বিশেষজ্ঞদের তথ্যমতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে।

ওআ/আপ্র/২৮/১০/২০২৫