ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

৮৩ ‘সন্তান’ জন্ম দিতে যাচ্ছেন আলবেনিয়ার ‘এআইমন্ত্রী’

  • আপডেট সময় : ০৬:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

আলবেনিয়ার এআইমন্ত্রী ডিয়েলা -ছবি এএফপি

প্রত্যাশা ডেস্ক: ‘মা’ হতে চলেছেন আলবেনিয়ার এআইমন্ত্রী ডিয়েলা। কয়েক দিন পরই জন্ম দেবেন তার ৮৩ সন্তান। এ তথ্য জানিয়েছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী এদি রামা।
আলবেনিয়ার এআইমন্ত্রী ডিয়েলা নিজেই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর তার সন্তানেরা সবাই ডিজিটাল এজেন্ট।

কেন ডিয়েলা ঠিক ৮৩টি সন্তানের জন্ম দেবে, সেই ব্যাখ্যা করা যাক। আলবেনিয়ার পার্লামেন্টে বর্তমান ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির সদস্যসংখ্যা ৮৩। এই ৮৩ আইনপ্রণেতার প্রত্যেকে একজন করে ডিজিটাল এজেন্ট বা এআই সহকারী পাবেন। এই এআই সহকারীদের কাজ হবে পার্লামেন্টে যা ঘটেছে, সে বিষয়ে সব তথ্য আইনপ্রণেতার কাছে পৌঁছে দেওয়া, যেন কোনো তথ্য তাঁর জানার বাইরে থেকে না যায়। কার বিরুদ্ধে কোন কৌশল নিতে হবে, সেই পরামর্শও দেবে এআই সহকারীরা।

ডিয়েলার বয়সও মাত্র কয়েক সপ্তাহ। সেপ্টেম্বরে তার যাত্রা শুরু হয়েছে। শপথ গ্রহণের পরিবর্তে স্ক্রিনের মাধ্যমে তাকে এআই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিশ্বে ডিয়েলাই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা, যে মন্ত্রীর পদমর্যাদা পেয়েছে।

রয়টার্স এই নিয়োগকে ‘জুয়া’ বলে বর্ণনা করেছে। বলেছে, মানুষের পরিবর্তে কোটি কোটি ডলারের সিদ্ধান্ত একটি অ্যালগরিদমের ওপর দেওয়া হয়েছে। সমালোচকেরা একে আলবেনিয়া সরকারের ‘প্রক্রিয়াগত দুর্নীতি থেকে নজর সরানোর নাটকীয় চাল’ বলছেন। অন্যদিকে সমর্থকেরা বলছেন, আলবেনিয়া ইইউকে দেখাতে চাইছে, তারা তাদের আমলাতান্ত্রিক প্রক্রিয়া আধুনিক করতে প্রস্তুত। যদি এআই সহকারীরা সত্যিই পার্লামেন্টের অধিবেশনগুলোর সংক্ষিপ্ত রূপ তুলে ধরে, বক্তব্য পর্যবেক্ষণ করে এবং পাল্টা কৌশল সাজায়, তবে তাদের কাজ আর শুধু কাগজপত্রে সীমাবদ্ধ থাকবে না; বরং এআই আইনপ্রণেতাদের প্রতিক্রিয়া, যুক্তি ও ভোটাভুটির ধরনকেও প্রভাবিত করবে। অনেকেই বিষয়টি পছন্দ করছেন না। তাঁরা বলছেন, সংবিধান মানুষের জন্য লেখা। দায়বদ্ধতাও মানুষদের ওপরই বর্তায়, কোনো মডেলের ওপর নয়।

সানা/আপ্র/২৮/১০/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৮৩ ‘সন্তান’ জন্ম দিতে যাচ্ছেন আলবেনিয়ার ‘এআইমন্ত্রী’

আপডেট সময় : ০৬:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ‘মা’ হতে চলেছেন আলবেনিয়ার এআইমন্ত্রী ডিয়েলা। কয়েক দিন পরই জন্ম দেবেন তার ৮৩ সন্তান। এ তথ্য জানিয়েছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী এদি রামা।
আলবেনিয়ার এআইমন্ত্রী ডিয়েলা নিজেই একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর তার সন্তানেরা সবাই ডিজিটাল এজেন্ট।

কেন ডিয়েলা ঠিক ৮৩টি সন্তানের জন্ম দেবে, সেই ব্যাখ্যা করা যাক। আলবেনিয়ার পার্লামেন্টে বর্তমান ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির সদস্যসংখ্যা ৮৩। এই ৮৩ আইনপ্রণেতার প্রত্যেকে একজন করে ডিজিটাল এজেন্ট বা এআই সহকারী পাবেন। এই এআই সহকারীদের কাজ হবে পার্লামেন্টে যা ঘটেছে, সে বিষয়ে সব তথ্য আইনপ্রণেতার কাছে পৌঁছে দেওয়া, যেন কোনো তথ্য তাঁর জানার বাইরে থেকে না যায়। কার বিরুদ্ধে কোন কৌশল নিতে হবে, সেই পরামর্শও দেবে এআই সহকারীরা।

ডিয়েলার বয়সও মাত্র কয়েক সপ্তাহ। সেপ্টেম্বরে তার যাত্রা শুরু হয়েছে। শপথ গ্রহণের পরিবর্তে স্ক্রিনের মাধ্যমে তাকে এআই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বিশ্বে ডিয়েলাই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা, যে মন্ত্রীর পদমর্যাদা পেয়েছে।

রয়টার্স এই নিয়োগকে ‘জুয়া’ বলে বর্ণনা করেছে। বলেছে, মানুষের পরিবর্তে কোটি কোটি ডলারের সিদ্ধান্ত একটি অ্যালগরিদমের ওপর দেওয়া হয়েছে। সমালোচকেরা একে আলবেনিয়া সরকারের ‘প্রক্রিয়াগত দুর্নীতি থেকে নজর সরানোর নাটকীয় চাল’ বলছেন। অন্যদিকে সমর্থকেরা বলছেন, আলবেনিয়া ইইউকে দেখাতে চাইছে, তারা তাদের আমলাতান্ত্রিক প্রক্রিয়া আধুনিক করতে প্রস্তুত। যদি এআই সহকারীরা সত্যিই পার্লামেন্টের অধিবেশনগুলোর সংক্ষিপ্ত রূপ তুলে ধরে, বক্তব্য পর্যবেক্ষণ করে এবং পাল্টা কৌশল সাজায়, তবে তাদের কাজ আর শুধু কাগজপত্রে সীমাবদ্ধ থাকবে না; বরং এআই আইনপ্রণেতাদের প্রতিক্রিয়া, যুক্তি ও ভোটাভুটির ধরনকেও প্রভাবিত করবে। অনেকেই বিষয়টি পছন্দ করছেন না। তাঁরা বলছেন, সংবিধান মানুষের জন্য লেখা। দায়বদ্ধতাও মানুষদের ওপরই বর্তায়, কোনো মডেলের ওপর নয়।

সানা/আপ্র/২৮/১০/২০২৫