ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

‘জীবনের ইতি কখন কোথায় ঘটে যাবে কেউ জানে না’

  • আপডেট সময় : ০২:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: রোববার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড ছুটে সরাসরি পড়ল পথচারীর মাথায়; এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম নামে এক যুবক।

এ ঘটনায় মুহূর্তেই থমকে যায় একটি জীবন, আর স্তব্ধ হয়ে ওঠে পুরো দেশ। এই ভয়াবহ ও অপ্রত্যাশিত দুর্ঘটনার ভিডিও, ছবি এবং সংবাদ রীতিমতো তোলপাড় ফেলে দেয় সামাজিক মাধ্যমে। এতে দেশবাসীর মাঝে নেমে আসে শোক, আতঙ্ক আর ভীতি। শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনায় মর্মাহত; তাদেরই একজন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

সংবাদটি শোনার পর সোশ্যাল মিডিয়ায় তার মনের গভীর কষ্ট প্রকাশ করেছেন অভিনেত্রী। সংবাদের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, ‘ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেলো। সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন। আমিন।’

অভিনেত্রীর এই আবেগঘন বার্তাটি নেটিজেনদের কাছেও এক কঠিন সত্য তুলে ধরেছে। যে শহরে দিনের আলোয় নিরাপদে হাঁটারও নিশ্চয়তা নেই, সেই শহরের নাগরিক জীবন নিয়ে প্রশ্ন উঠেছে আবারো; মন্তব্যঘরেও একই মতামত তার ভক্তদের।

প্রসঙ্গত, রোববার বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সেই যুবকের বাড়ি শরীয়তপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন।

এ ঘটনায় সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।

এসি/আপ্র/২৬/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘জীবনের ইতি কখন কোথায় ঘটে যাবে কেউ জানে না’

আপডেট সময় : ০২:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক: রোববার দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড ছুটে সরাসরি পড়ল পথচারীর মাথায়; এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল কালাম নামে এক যুবক।

এ ঘটনায় মুহূর্তেই থমকে যায় একটি জীবন, আর স্তব্ধ হয়ে ওঠে পুরো দেশ। এই ভয়াবহ ও অপ্রত্যাশিত দুর্ঘটনার ভিডিও, ছবি এবং সংবাদ রীতিমতো তোলপাড় ফেলে দেয় সামাজিক মাধ্যমে। এতে দেশবাসীর মাঝে নেমে আসে শোক, আতঙ্ক আর ভীতি। শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনায় মর্মাহত; তাদেরই একজন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

সংবাদটি শোনার পর সোশ্যাল মিডিয়ায় তার মনের গভীর কষ্ট প্রকাশ করেছেন অভিনেত্রী। সংবাদের একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, ‘ফেসবুকে ঢুকেই এমন একটা নিউজ দেখে মনটা খারাপ হয়ে গেলো। সত্যিই, জীবনের ইতি কখন, কোথায় ঘটে যাবে কেউ জানে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো জন্যই কাম্য নয়। আল্লাহ আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন। আমিন।’

অভিনেত্রীর এই আবেগঘন বার্তাটি নেটিজেনদের কাছেও এক কঠিন সত্য তুলে ধরেছে। যে শহরে দিনের আলোয় নিরাপদে হাঁটারও নিশ্চয়তা নেই, সেই শহরের নাগরিক জীবন নিয়ে প্রশ্ন উঠেছে আবারো; মন্তব্যঘরেও একই মতামত তার ভক্তদের।

প্রসঙ্গত, রোববার বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সেই যুবকের বাড়ি শরীয়তপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বিয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন।

এ ঘটনায় সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল।

এসি/আপ্র/২৬/১০/২০২৫