ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

আত্মসমর্পণ করে প্রতারণার মামলায় জামিন পেলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির

  • আপডেট সময় : ০২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য দুজন হলেন- গ্রামীণ ফোনের, ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (চিফ সিএইচআরও) সাইয়িদা হোসেন।

আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর গ্রামীণ ফোনের সাবেক কর্মী রাকিবুল আজম বাদী হয়ে মামলাটি করেন। আদালত আসামিদের ২৬ অক্টোবর হাজির হতে সমন জারি করেন। সমন পেয়ে আজ আসামিরা আদালতে হাজির হন।

মামলার অভিযোগ বলা হয়েছে, ২০০৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গ্রামীণ ফোন কোম্পানি লিমিটেডে চাকরি করেন রাকিবুল আজম। চাকরিরত অবস্থায় ২০১০ সাল থেকে ২০১২ পর্যন্ত আউটসোর্সিংয়ের রক্ষিত টাকা কর্মচারীদের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই আউটসোর্সিংয়ের কাজের জন্য কোম্পানির কাছে বাদীর ৮ লাখ ২৮ হাজার ৯৯৮ টাকা পাওনা হয়। গতবছরের ১০ নভেম্বর বাদীকে তার পাওনা টাকা দেওয়ার জন্য ডাকা হয়। বাদী তার পাওনা টাকা আনতে গেলে আসামিরা তার কাছে তিনশত টাকার স্ট্যাম্পে সই নেওয়া হয়। এরপর আসামিরা ওই টাকা ফেরত না দিয়ে ভিন্নভাবে প্রতারণা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এসি/আপ্র/২৬/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আত্মসমর্পণ করে প্রতারণার মামলায় জামিন পেলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির

আপডেট সময় : ০২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আইনজীবীর মাধ্যমে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া অন্য দুজন হলেন- গ্রামীণ ফোনের, ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (চিফ সিএইচআরও) সাইয়িদা হোসেন।

আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর গ্রামীণ ফোনের সাবেক কর্মী রাকিবুল আজম বাদী হয়ে মামলাটি করেন। আদালত আসামিদের ২৬ অক্টোবর হাজির হতে সমন জারি করেন। সমন পেয়ে আজ আসামিরা আদালতে হাজির হন।

মামলার অভিযোগ বলা হয়েছে, ২০০৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গ্রামীণ ফোন কোম্পানি লিমিটেডে চাকরি করেন রাকিবুল আজম। চাকরিরত অবস্থায় ২০১০ সাল থেকে ২০১২ পর্যন্ত আউটসোর্সিংয়ের রক্ষিত টাকা কর্মচারীদের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ওই আউটসোর্সিংয়ের কাজের জন্য কোম্পানির কাছে বাদীর ৮ লাখ ২৮ হাজার ৯৯৮ টাকা পাওনা হয়। গতবছরের ১০ নভেম্বর বাদীকে তার পাওনা টাকা দেওয়ার জন্য ডাকা হয়। বাদী তার পাওনা টাকা আনতে গেলে আসামিরা তার কাছে তিনশত টাকার স্ট্যাম্পে সই নেওয়া হয়। এরপর আসামিরা ওই টাকা ফেরত না দিয়ে ভিন্নভাবে প্রতারণা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এসি/আপ্র/২৬/১০/২০২৫