ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

হজ ও ওমরাহ সেবা উন্নয়নে সৌদির নতুন পদক্ষেপ

  • আপডেট সময় : ০৫:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: হজ ও ওমরাহ মৌসুমে হাজিদের সেবা ও আধ্যাত্মিক অভিজ্ঞতা উন্নত করতে সৌদি আরবের মক্কার ডেপুটি আমির প্রিন্স সাউদ বিন মিশআল ও হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেদ্দায় আয়োজিত ওই বৈঠকে ২০২৫ সালের হজ কনফারেন্স ও প্রদর্শনীর প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।

সৌদি গেজেট জানায়, সোমবার জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে মক্কার ডেপুটি আমির প্রিন্স সাউদ বিন মিশআল ও হজমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হাজিদের সেবার মানোন্নয়ন ও তীর্থযাত্রার সার্বিক অভিজ্ঞতা উন্নত করার নানা দিক নিয়ে আলোচনা করেন।

বৈঠকে তারা হজ ও ওমরাহ মৌসুমে হাজিদের জন্য আরো উন্নত প্রযুক্তিনির্ভর সেবা, সুবিধাজনক অবকাঠামো এবং আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিতের বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় সৌদি ভিশন ২০৩০–এর লক্ষ্য ও রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে হাজিদের অভিজ্ঞতা আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া বৈঠকে নভেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিতব্য ‘হজ কনফারেন্স ও এক্সিবিশন ২০২৫’–এর সর্বশেষ প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনকে হজ খাতের উন্নয়নে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

কনফারেন্সে সরকারি, বেসরকারি ও অলাভজনক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। তারা হাজিদের সেবায় প্রযুক্তিগত উদ্ভাবন, টেকসই সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।

সূত্র : সৌদি গেজেট

এসি/আপ্র/২২/১০/২০২৫

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে

হজ ও ওমরাহ সেবা উন্নয়নে সৌদির নতুন পদক্ষেপ

আপডেট সময় : ০৫:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: হজ ও ওমরাহ মৌসুমে হাজিদের সেবা ও আধ্যাত্মিক অভিজ্ঞতা উন্নত করতে সৌদি আরবের মক্কার ডেপুটি আমির প্রিন্স সাউদ বিন মিশআল ও হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেদ্দায় আয়োজিত ওই বৈঠকে ২০২৫ সালের হজ কনফারেন্স ও প্রদর্শনীর প্রস্তুতিও পর্যালোচনা করা হয়।

সৌদি গেজেট জানায়, সোমবার জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকে মক্কার ডেপুটি আমির প্রিন্স সাউদ বিন মিশআল ও হজমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ হাজিদের সেবার মানোন্নয়ন ও তীর্থযাত্রার সার্বিক অভিজ্ঞতা উন্নত করার নানা দিক নিয়ে আলোচনা করেন।

বৈঠকে তারা হজ ও ওমরাহ মৌসুমে হাজিদের জন্য আরো উন্নত প্রযুক্তিনির্ভর সেবা, সুবিধাজনক অবকাঠামো এবং আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিতের বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় সৌদি ভিশন ২০৩০–এর লক্ষ্য ও রূপকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে হাজিদের অভিজ্ঞতা আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া বৈঠকে নভেম্বর মাসে জেদ্দায় অনুষ্ঠিতব্য ‘হজ কনফারেন্স ও এক্সিবিশন ২০২৫’–এর সর্বশেষ প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনকে হজ খাতের উন্নয়নে একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

কনফারেন্সে সরকারি, বেসরকারি ও অলাভজনক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। তারা হাজিদের সেবায় প্রযুক্তিগত উদ্ভাবন, টেকসই সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।

সূত্র : সৌদি গেজেট

এসি/আপ্র/২২/১০/২০২৫