ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা

  • আপডেট সময় : ০৮:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই তথ্য জানান।

এর আগে গত ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে সাভারকে সিটি কর্পোরেশন করার কথা জানানো হয়। বিভাগীয় কমিশনারের গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাসে এই প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে উত্থাপন করা হয়।

প্রস্তাবে বলা হয়, সাভার এখন দেশের অন্যতম শিল্প, শিক্ষা ও ব্যবসাকেন্দ্র হিসেবে এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। কিন্তু সীমিত সম্পদ ও জনবল নিয়ে পৌরসভা ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে।

বিশেষ করে আশুলিয়া অঞ্চলে বিপুল গার্মেন্টস শিল্প, শ্রমিকবসতি ও আবাসিক এলাকা গড়ে ওঠায় ইউনিয়ন পরিষদের আওতায় নাগরিক সেবা প্রদান এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও পরিবেশ দূষণ সেখানে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার জনসংখ্যার চাপ ও শহরের প্রসারে কেরানীগঞ্জ দ্রুত নগরায়িত এলাকায় পরিণত হচ্ছে, কিন্তু পৌরসভা বা সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান না থাকায় এখানকার উন্নয়ন কার্যক্রম অপরিকল্পিতভাবে চলছে।

সরকার মনে করছে, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া গেলে কেরানীগঞ্জকে রাজধানীর পাশে একটি আধুনিক, সুশৃঙ্খল ও প্রাণবন্ত উপশহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

সরকারি সূত্রে জানা গেছে, সাভার সিটি কর্পোরেশন গঠন হলে এটি হবে দেশের নবম সিটি কর্পোরেশন।

ওআ/আপ্র/২০/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা

আপডেট সময় : ০৮:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই তথ্য জানান।

এর আগে গত ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে সাভারকে সিটি কর্পোরেশন করার কথা জানানো হয়। বিভাগীয় কমিশনারের গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাসে এই প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে উত্থাপন করা হয়।

প্রস্তাবে বলা হয়, সাভার এখন দেশের অন্যতম শিল্প, শিক্ষা ও ব্যবসাকেন্দ্র হিসেবে এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। কিন্তু সীমিত সম্পদ ও জনবল নিয়ে পৌরসভা ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে।

বিশেষ করে আশুলিয়া অঞ্চলে বিপুল গার্মেন্টস শিল্প, শ্রমিকবসতি ও আবাসিক এলাকা গড়ে ওঠায় ইউনিয়ন পরিষদের আওতায় নাগরিক সেবা প্রদান এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও পরিবেশ দূষণ সেখানে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার জনসংখ্যার চাপ ও শহরের প্রসারে কেরানীগঞ্জ দ্রুত নগরায়িত এলাকায় পরিণত হচ্ছে, কিন্তু পৌরসভা বা সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান না থাকায় এখানকার উন্নয়ন কার্যক্রম অপরিকল্পিতভাবে চলছে।

সরকার মনে করছে, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া গেলে কেরানীগঞ্জকে রাজধানীর পাশে একটি আধুনিক, সুশৃঙ্খল ও প্রাণবন্ত উপশহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

সরকারি সূত্রে জানা গেছে, সাভার সিটি কর্পোরেশন গঠন হলে এটি হবে দেশের নবম সিটি কর্পোরেশন।

ওআ/আপ্র/২০/১০/২০২৫