ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

প্রেমের ফাঁদে প্রবাসী, প্রতারণার অভিযোগ

  • আপডেট সময় : ০৭:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

আজাদুর রহমান, বগুড়া: বগুড়ায় প্রেমের সম্পর্কের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। অভিযোগ করেছেন সিঙ্গাপুর প্রবাসী এক যুবক নাম তার আরাফাত।

সরেজমিনে জানা যায়, অভিযুক্ত নারীর নাম রিয়া। তার বাড়ি বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পুকুরপাড় এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, রিয়ার বাবা-মায়ের বহু আগেই বিচ্ছেদ হয়। বর্তমানে তার মা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার পদে চাকরি করেন এবং সেই আয় দিয়েই সংসার পরিচালনা করেন। জানা গেছে, অভাবের সংসারে রিয়া বিভিন্ন প্রবাসী ও স্থানীয় যুবকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী প্রবাসী আরাফাত জানান, ‘রিয়া প্রেমের সম্পর্কের আড়ালে আমার কাছ থেকে সমস্যার কথা বলে মোটা অংকের টাকা নিয়েছে। গত ১৯ অক্টোবর বিকাশের মাধ্যমে শেষবারের মতো সে টাকা হাতিয়ে নেয়।

রাইহানের বিকাশ দোকানসহ বিভিন্ন মাধ্যমে আমি টাকা পাঠিয়েছি। এখন সে আগের মতো যোগাযোগ করে না। টাকা ফেরতের কথা বললে উল্টো হুমকি দেয় বলে বিদেশে থাকলে কিছুই করতে পারব না, প্রয়োজনে মামলা করবে, এমনকি আমার পরিবারকেও দেখে নেবে।’ এ বিষয়ে বিকাশ ব্যবসায়ী রাইহান জানান, ‘আমি ব্যক্তিগতভাবে রিয়াকে চিনি না। কে কখন টাকা পাঠায়, সে বিষয়ে আমাদের জানার সুযোগ নেই। নাম্বারের শেষ কয়েকটি সংখ্যা মিলিয়েই টাকা দেওয়া হয়।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত রিয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

সানা/ওআ/আপ্র/২০/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রেমের ফাঁদে প্রবাসী, প্রতারণার অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

আজাদুর রহমান, বগুড়া: বগুড়ায় প্রেমের সম্পর্কের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। অভিযোগ করেছেন সিঙ্গাপুর প্রবাসী এক যুবক নাম তার আরাফাত।

সরেজমিনে জানা যায়, অভিযুক্ত নারীর নাম রিয়া। তার বাড়ি বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পুকুরপাড় এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, রিয়ার বাবা-মায়ের বহু আগেই বিচ্ছেদ হয়। বর্তমানে তার মা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার পদে চাকরি করেন এবং সেই আয় দিয়েই সংসার পরিচালনা করেন। জানা গেছে, অভাবের সংসারে রিয়া বিভিন্ন প্রবাসী ও স্থানীয় যুবকদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী প্রবাসী আরাফাত জানান, ‘রিয়া প্রেমের সম্পর্কের আড়ালে আমার কাছ থেকে সমস্যার কথা বলে মোটা অংকের টাকা নিয়েছে। গত ১৯ অক্টোবর বিকাশের মাধ্যমে শেষবারের মতো সে টাকা হাতিয়ে নেয়।

রাইহানের বিকাশ দোকানসহ বিভিন্ন মাধ্যমে আমি টাকা পাঠিয়েছি। এখন সে আগের মতো যোগাযোগ করে না। টাকা ফেরতের কথা বললে উল্টো হুমকি দেয় বলে বিদেশে থাকলে কিছুই করতে পারব না, প্রয়োজনে মামলা করবে, এমনকি আমার পরিবারকেও দেখে নেবে।’ এ বিষয়ে বিকাশ ব্যবসায়ী রাইহান জানান, ‘আমি ব্যক্তিগতভাবে রিয়াকে চিনি না। কে কখন টাকা পাঠায়, সে বিষয়ে আমাদের জানার সুযোগ নেই। নাম্বারের শেষ কয়েকটি সংখ্যা মিলিয়েই টাকা দেওয়া হয়।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত রিয়ার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

সানা/ওআ/আপ্র/২০/১০/২০২৫