ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

নেশার টাকা না দেওয়ায় দাদাকে হত্যা করলো নাতি

  • আপডেট সময় : ০৪:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বগুড়া সংবাদদাতা: বগুড়ার শেরপুর উপজেলার চণ্ডিপুর গ্রামে নাতির লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদা। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম শাবান উদ্দিন ফকির (৬৮)। তিনি মৃত নবির উদ্দিনের ছেলে।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নাতি মো. আশিক হোসেন ওরফে রানা (৩০) নিজেই শেরপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং ঘটনার দায় স্বীকার করেন। জানা গেছে, রানা স্থানীয় মো. আবু সাঈদ ওরফে সাইফুল ইসলামের একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রানা তার দাদার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে প্রথমে তিনি তার দাদাকে মারধর করে আহত করেন। পরে প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যে শাবান উদ্দিন বাড়ি থেকে ছোনকা বাজারের উদ্দেশ্যে রওনা হলে রানা রাস্তায় গাছের একটি শক্ত ডাল দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করে হত্যা করেন।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পরে থানায় গিয়ে নিজেই হত্যার ঘটনা স্বীকার করেন।

নিহতের ছোট ভাই দুলাল হোসেন জানান, রানা সকালে আমার বড় ভাইয়ের কাছে টাকা চেয়েছিল, টাকা না পেয়ে সে প্রথমে মারধর করে, পরে ভাই চিকিৎসার জন্য রওনা দিলে রাস্তায় আবারো আঘাত করে হত্যা করে।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ঘাতক নিজেই থানায় এসে হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসি/আপ্র/১৯/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নেশার টাকা না দেওয়ায় দাদাকে হত্যা করলো নাতি

আপডেট সময় : ০৪:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বগুড়া সংবাদদাতা: বগুড়ার শেরপুর উপজেলার চণ্ডিপুর গ্রামে নাতির লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদা। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম শাবান উদ্দিন ফকির (৬৮)। তিনি মৃত নবির উদ্দিনের ছেলে।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত নাতি মো. আশিক হোসেন ওরফে রানা (৩০) নিজেই শেরপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং ঘটনার দায় স্বীকার করেন। জানা গেছে, রানা স্থানীয় মো. আবু সাঈদ ওরফে সাইফুল ইসলামের একমাত্র সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রানা তার দাদার কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। টাকা না পেয়ে প্রথমে তিনি তার দাদাকে মারধর করে আহত করেন। পরে প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যে শাবান উদ্দিন বাড়ি থেকে ছোনকা বাজারের উদ্দেশ্যে রওনা হলে রানা রাস্তায় গাছের একটি শক্ত ডাল দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করে হত্যা করেন।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পরে থানায় গিয়ে নিজেই হত্যার ঘটনা স্বীকার করেন।

নিহতের ছোট ভাই দুলাল হোসেন জানান, রানা সকালে আমার বড় ভাইয়ের কাছে টাকা চেয়েছিল, টাকা না পেয়ে সে প্রথমে মারধর করে, পরে ভাই চিকিৎসার জন্য রওনা দিলে রাস্তায় আবারো আঘাত করে হত্যা করে।

শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ঘাতক নিজেই থানায় এসে হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসি/আপ্র/১৯/১০/২০২৫