ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

এবার শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন

  • আপডেট সময় : ০৩:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মালামাল রাখার এলাকায় আগুন লেগেছে, যার ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম। এক বার্তায় তিনি জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। বিমানবন্দরের সকল ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে। সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কীভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার মিরপুর ও চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামে আগুন লেগে পাশের পোশাক কারখানায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

সানা/আপ্র/১৮/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এবার শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন

আপডেট সময় : ০৩:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মালামাল রাখার এলাকায় আগুন লেগেছে, যার ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম। এক বার্তায় তিনি জানান, বিমানবন্দরের ৮ নম্বর গেইটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। বিমানবন্দরের সকল ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে। সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কীভাবে সেখানে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য কর্তৃপক্ষ জানাতে পারেনি।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকার মিরপুর ও চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামে আগুন লেগে পাশের পোশাক কারখানায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

সানা/আপ্র/১৮/১০/২০২৫