প্রযুক্তি ডেস্ক: হ্যালোইনের সাজসজ্জা ও ক্রিসমাসের আলোর সাজের মতোই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে অক্টোবর। এ সময়ে বাড়ির আশপাশের বাগানে নানা রকম ভয় মিশ্রিত আলো ও সাজের প্রদর্শনীর দেখা মেলে পশ্চিমা দেশগুলোতে। তবে এই শরতে প্রকৃতিও নিজস্ব এক অসাধারণ প্রদর্শনী উপহার দিচ্ছে পৃথিবীবাসীকে, যেখানে উত্তর গোলার্ধের মানুষরা একটি নয়, দুটি ধূমকেতু বাড়ির উঠোন থেকেই দেখতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার।
প্রথম ধূমকেতুটি ‘সি/২০২৫ আর২’ নামের, যা ১৯ অক্টোবর পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। পৃথিবী থেকে প্রায় তিন কোটি ৮৬ লাখ কিলোমিটার দূরে থাকবে এই ধূমকেতু। গত মাসে এ ধূমকেতুর খোঁজ পেয়েছেন একজন শখের তারা বিজ্ঞানী ভ্লাদিমির বেজুগলি।
গত মাসের শেষ দিকে এটি প্রথম দেখা গিয়েছিল পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকে, এখন উত্তর গোলার্ধের মানুষরাও এটি দেখার সুযোগ পাচ্ছেন। শহরের আলো বা আলো দূষণ থেকে যত দূরে থাকবেন ধূমকেতুটি তত স্পষ্টভাবে দেখার সুযোগ মিলবে। সূর্য অস্ত যাওয়ার প্রায় এক ঘণ্টা পর, দক্ষিণ-পশ্চিম আকাশের দিকে তাকালেই এটি দেখা যেতে পারে।
খালি চোখে দেখা গেলেও দুরবিন ব্যবহার করলে আরো স্পষ্টভাবে এর দেখা মিলবে। আরো ভালোভাবে দেখতে চাইলে পর্যবেক্ষণ উপযোগী কোনো টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে।
এ মাসে দেখা যাওয়া দ্বিতীয় ধূমকেতুটির নাম ও ‘সি/২০২৫ এ৬’। ধূমকেতুর এমন নামকরণ হয়েছে ‘মাউন্ট লেমন স্কাইসেন্টার’-এর নামানুসারে। ধূমকেতুটি আবিষ্কৃত হয়েছিল গত বছরের জানুয়ারিতে।
এ ধূমকেতুটি দেখতে দুরবিন বা টেলিস্কোপের প্রয়োজন হবে। তবে এটি কোথায় দেখা যাবে তা নির্ভর করবে আপনি ধূমকেতুটি কখন দেখার চেষ্টা করছেন তার ওপর। ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে ২১ অক্টোবর। এ সময় ধূমকেতুটি উত্তর-পশ্চিম দিগন্তের কাছে থাকবে।
সানা/ওআ/আপ্র/১৭/১০/২০২৫