নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানালেন দলটিল স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হেসেন এ তথ্য জানান।
এজেডএম জাহিদ হোসেন বলেন, এখন ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা সার্বিকভাবে স্থিতিশীল। যে অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বর্তমানে তার অবস্থার উন্নতি হয়েছে।
ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই তিনি বাসায় ফিরবেন।
গত বুধবার (১৬ অক্টোবর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি আমন্ত্রণ পেলেও স্বাস্থ্যগত কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না।
ওআ/আপ্র/১৭/১০/২০২৫