ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫

  • আপডেট সময় : ০৯:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের লাহোরে ১০ অক্টোবর তেহরিক-ই-লাবাইক পাকিস্তানের গাজার পক্ষে সংহতি মিছিল চলাকালীন কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ- ছবি রয়টার্স

প্রত্যাশা ডেস্ক: পাকিস্তানে ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।। নিহতদের মধ্যে রয়েছেন এক পুলিশ সদস্য, তিন বিক্ষোভকারী ও এক পথচারী। সোমবার (১৩ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে এই ঘটনা ঘটে।

সোমবার (১৩ অক্টোবর) ইসলামপন্থি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) কর্তৃক আয়োজিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে তিন ঘণ্টারও বেশি সময় ধরে।

পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের ওপর গুলি চালায় ও ৪০টিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুই পক্ষেরই বহুজন আহত হন। সংঘর্ষের পর পুলিশ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।

টিএলপি দাবি করেছে, প্রথমে পুলিশই তাদের সমর্থকদের ওপর গুলি চালায়, যাতে কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন। সংগঠনের নেতা সাদ রিজভির শরীরে তিনটি গুলি লাগে বলে জানানো হয়। তবে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশের বিবৃতিতে বলা হয়, শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদমুখী প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’-এ যাত্রা শুরু করে টিএলপির বিশাল মিছিল। বিক্ষোভ ঠেকাতে পুলিশের সঙ্গে একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে। সোমবার মুরিদকেতে পরিস্থিতি চরম রুপ ধারণ করে, যখন পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

ইসরায়েলবিরোধী এই পদযাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধবিরতি চুক্তির আগে। টিএলপি’র নেতা সাদ রিজভি এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের মিছিলের উদ্দেশ্য কেবল ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা। আমরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করছি। তিনি আরও বলেন, দলটি আগে থেকেই ইসরায়েলি পণ্যের বয়কটের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।

সূত্র: রয়টার্স

ওআ/আপ্র/১৩/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫

আপডেট সময় : ০৯:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: পাকিস্তানে ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।। নিহতদের মধ্যে রয়েছেন এক পুলিশ সদস্য, তিন বিক্ষোভকারী ও এক পথচারী। সোমবার (১৩ অক্টোবর) পাঞ্জাব প্রদেশের মুরিদকে শহরে এই ঘটনা ঘটে।

সোমবার (১৩ অক্টোবর) ইসলামপন্থি সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) কর্তৃক আয়োজিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে তিন ঘণ্টারও বেশি সময় ধরে।

পুলিশ জানায়, বিক্ষোভকারীরা তাদের ওপর গুলি চালায় ও ৪০টিরও বেশি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুই পক্ষেরই বহুজন আহত হন। সংঘর্ষের পর পুলিশ শতাধিক বিক্ষোভকারীকে আটক করে।

টিএলপি দাবি করেছে, প্রথমে পুলিশই তাদের সমর্থকদের ওপর গুলি চালায়, যাতে কয়েকজন নিহত ও অনেকে আহত হয়েছেন। সংগঠনের নেতা সাদ রিজভির শরীরে তিনটি গুলি লাগে বলে জানানো হয়। তবে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পুলিশের বিবৃতিতে বলা হয়, শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদমুখী প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্র্যান্ড ট্রাঙ্ক রোড’-এ যাত্রা শুরু করে টিএলপির বিশাল মিছিল। বিক্ষোভ ঠেকাতে পুলিশের সঙ্গে একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছে। সোমবার মুরিদকেতে পরিস্থিতি চরম রুপ ধারণ করে, যখন পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

ইসরায়েলবিরোধী এই পদযাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধবিরতি চুক্তির আগে। টিএলপি’র নেতা সাদ রিজভি এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের মিছিলের উদ্দেশ্য কেবল ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা। আমরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করছি। তিনি আরও বলেন, দলটি আগে থেকেই ইসরায়েলি পণ্যের বয়কটের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।

সূত্র: রয়টার্স

ওআ/আপ্র/১৩/১০/২০২৫