ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত

  • আপডেট সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফিং করেন সরকারি সাত কলেজের প্রতিনিধিদলের সদস্যরা- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বৈঠক শেষে বের হয়ে এ কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

আন্দোলন স্থগিতের বিষয়ে তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়–অধিভুক্ত সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুতই বাকি কাজ শেষ করে অধ্যাদেশ জারি করা হবে। সেজন্য আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক থেকে বেরিয়ে ব্রিফিংয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি বলে, অধ্যাদেশ আমাদের দ্রুত দরকার, সেটি তাদের বুঝাতে গিয়েছিলাম। শিক্ষা উপদেষ্টা অধ্যাদেশ নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন, আপডেট দিয়েছে। তারা আমাদের কনসার্ন দেখে কাজ ত্বরান্বিত করার আশ্বাস দিয়েছেন। উপদেষ্টা তাদের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীদের সাথে বসে পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলেও জানিয়েছেন তারা। এর আগে বিকেলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত ও অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করতে যান সরকারি সাত কলেজের ২৩ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধিরা।

ওআ/আপ্র/১৩/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত

আপডেট সময় : ০৮:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বৈঠক শেষে বের হয়ে এ কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল।

আন্দোলন স্থগিতের বিষয়ে তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়–অধিভুক্ত সাত কলেজকে পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রণয়নের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুতই বাকি কাজ শেষ করে অধ্যাদেশ জারি করা হবে। সেজন্য আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক থেকে বেরিয়ে ব্রিফিংয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দলটি বলে, অধ্যাদেশ আমাদের দ্রুত দরকার, সেটি তাদের বুঝাতে গিয়েছিলাম। শিক্ষা উপদেষ্টা অধ্যাদেশ নিয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন, আপডেট দিয়েছে। তারা আমাদের কনসার্ন দেখে কাজ ত্বরান্বিত করার আশ্বাস দিয়েছেন। উপদেষ্টা তাদের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীদের সাথে বসে পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলেও জানিয়েছেন তারা। এর আগে বিকেলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত ও অধ্যাদেশ জারির দাবিতে সচিবালয়ে আলোচনা করতে যান সরকারি সাত কলেজের ২৩ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধিরা।

ওআ/আপ্র/১৩/১০/২০২৫