বিনোদন ডেস্ক: টেলিভিশনে সাক্ষাৎকার না দিতে চাওয়ায় কয়েকজন সাংবাদিকদের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। সামাজিক যোগযোগ মাধ্যমে এক পোস্ট এমনটা জানিয়েছেন তিনি নিজেই।
জানিয়েছেন, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তাদের বাড়িতে গিয়েছিলেন। টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় তাকে।
এবার এ ঘটনায় রিপন মিয়ার পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির।
রিপনের পোস্ট শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘ভাই, আপনার যে জ্ঞান এবং মূল্যবোধ আছে, ওটা যদি আমাদের সবার থাকতো, তাহলে আজকে আমরা একটা শিক্ষিত জাতি হিসেবে পরিচিত হতাম। রিপোর্টিং-এর নামে এই হয়রানির যে “সংস্কৃতি” সেটাকে মোকাবেলা করার কোনো উপায় নেই।’
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিষয়টি দেখা উচিত উল্লেখ করে সালমান আরো বলেন, ‘তবে আমি বিশ্বাস করি, মোস্তফা সরয়ার ফারুকীর অবশ্যই এই বিষয়টি দেখা উচিত।
আর শুধু রিপন মিয়ার জন্য নয়। প্রত্যেক একক নাগরিকের এই শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা থাকা উচিত।’
সবশেষে তিনি লিখেছেন, ‘রিপন মিয়া একজন রত্ন। আর যদি আমরা তার মতো মানুষদের যত্ন না নিই, তাহলে আমরা তাকেও হারাতে চলেছি।
আমাদের আরও দয়া, আরও আন্তরিকতা, আরও যত্ন এবং আরও ভালোবাসা দরকার। দেশ এসবের সবটুকু হারিয়েছে।’
ওআ/আপ্র/১৩/১০/২০২৫