ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি

  • আপডেট সময় : ০৩:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: স্বামী স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর যেতেই ছড়িয়েছে নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির ফের বিয়ের খবর। সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ পেয়েছে। সেখানে তনিকে দেখা যাচ্ছে এমডি সিদ্দিক নামের এক ব্যক্তির সঙ্গে।

এমডি সিদ্দিক নিজের ফেসবুকে তনির সঙ্গে তোলা ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।’

সিদ্দিকের পোস্টে স্পষ্ট তনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এদিকে তনিও তেমন ইঙ্গিত দিয়ে জন্মদিনের ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিককে। সেখানে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’

সিদ্দিকের স্ত্রী সম্বোধন এবং তনির বিশেষ সম্বোধনে নেটিজেনরা নিশ্চিত যে স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসেছেন এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। মন্তব্যের ঘরে অনেকেই তা প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে তনি এখনও মুখ খোলেননি।

গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও তাঁর প্রায়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে।

প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি।

ওআ/আপ্র/১৩/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি

আপডেট সময় : ০৩:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক: স্বামী স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর যেতেই ছড়িয়েছে নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির ফের বিয়ের খবর। সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ পেয়েছে। সেখানে তনিকে দেখা যাচ্ছে এমডি সিদ্দিক নামের এক ব্যক্তির সঙ্গে।

এমডি সিদ্দিক নিজের ফেসবুকে তনির সঙ্গে তোলা ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।’

সিদ্দিকের পোস্টে স্পষ্ট তনির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এদিকে তনিও তেমন ইঙ্গিত দিয়ে জন্মদিনের ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিককে। সেখানে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।’

সিদ্দিকের স্ত্রী সম্বোধন এবং তনির বিশেষ সম্বোধনে নেটিজেনরা নিশ্চিত যে স্বামীর মৃত্যুর বছর না ঘুরতেই বিয়ের পিঁড়িতে বসেছেন এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। মন্তব্যের ঘরে অনেকেই তা প্রকাশ করেছেন। তবে বিষয়টি নিয়ে তনি এখনও মুখ খোলেননি।

গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তনি ও তাঁর প্রায়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে।

প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি।

ওআ/আপ্র/১৩/১০/২০২৫