ঢাকা ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

গাজা যুদ্ধ শেষ : ট্রাম্প

  • আপডেট সময় : ০১:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ শেষ হয়েছে। মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১২ অক্টোবর) ইসরায়েলগামী বিমানে ওঠার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এয়ারফোর্স ওয়ানে করে তিনি ওয়াশিংটন থেকে ইসরায়েল যাবেন। রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এ যুদ্ধ শেষ, আপনারা এটা বুঝতে পারছেন।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় এখন সবকিছু স্বাভাবিক হতে যাবে।’

রোববার তৃতীয় দিনের মতো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর ছিল। গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির অংশ হিসেবে আজ সোমবার হামাসের জিম্মি মুক্তি দেওয়া শুরু করার কথা। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি গাজা নগরীতে নিজ নিজ ঘরে ফিরছেন। যদিও দুই বছর ধরে চলা যুদ্ধে গাজা নগরীর বেশির ভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েল বিশেষ করে গাজা নগরীতে প্রচণ্ড হামলা চালিয়েছে। নতুন যুদ্ধবিরতির পর আশা করা হচ্ছে, এ যুদ্ধ শেষ হবে।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আগামীকাল থেকে নতুন পথের যাত্রা শুরু হবে। একটি নির্মাণের পথ, একটি সৃষ্টির পথ এবং আমি আশা করছি, এটি হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলনের পথ হবে।’

একই আশাবাদ ব্যক্ত করছেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীরাও।

এদিকে সকাল থেকে হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে।

ইসরায়েলের জিম্মি সমন্বয়কারী গাল হির্শ বৃহস্পতিবার বলেন, হামাস যাদের অবস্থান খুঁজে পায়নি এমন মৃত জিম্মিদের দেহাবশেষ শনাক্তে সহায়তা করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে।

ট্রাম্প সোমবার ইসরায়েলে পৌঁছাবেন এবং কনেসেট (পার্লামেন্ট) এ ভাষণ দেবেন। এরপর তিনি মিশরের শার্ম এল শেখে যাবেন, যেখানে গাজা যুদ্ধের অবসান নিয়ে বিশ্বনেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০টির বেশি দেশের নেতারা আন্তর্জাতিক ওই সম্মেলনে যোগ দেবেন।

এসি/আপ্র/১৩/১০/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গাজা যুদ্ধ শেষ : ট্রাম্প

আপডেট সময় : ০১:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ শেষ হয়েছে। মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১২ অক্টোবর) ইসরায়েলগামী বিমানে ওঠার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এয়ারফোর্স ওয়ানে করে তিনি ওয়াশিংটন থেকে ইসরায়েল যাবেন। রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এ যুদ্ধ শেষ, আপনারা এটা বুঝতে পারছেন।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় এখন সবকিছু স্বাভাবিক হতে যাবে।’

রোববার তৃতীয় দিনের মতো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর ছিল। গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির অংশ হিসেবে আজ সোমবার হামাসের জিম্মি মুক্তি দেওয়া শুরু করার কথা। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি গাজা নগরীতে নিজ নিজ ঘরে ফিরছেন। যদিও দুই বছর ধরে চলা যুদ্ধে গাজা নগরীর বেশির ভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েল বিশেষ করে গাজা নগরীতে প্রচণ্ড হামলা চালিয়েছে। নতুন যুদ্ধবিরতির পর আশা করা হচ্ছে, এ যুদ্ধ শেষ হবে।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আগামীকাল থেকে নতুন পথের যাত্রা শুরু হবে। একটি নির্মাণের পথ, একটি সৃষ্টির পথ এবং আমি আশা করছি, এটি হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলনের পথ হবে।’

একই আশাবাদ ব্যক্ত করছেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীরাও।

এদিকে সকাল থেকে হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে।

ইসরায়েলের জিম্মি সমন্বয়কারী গাল হির্শ বৃহস্পতিবার বলেন, হামাস যাদের অবস্থান খুঁজে পায়নি এমন মৃত জিম্মিদের দেহাবশেষ শনাক্তে সহায়তা করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে।

ট্রাম্প সোমবার ইসরায়েলে পৌঁছাবেন এবং কনেসেট (পার্লামেন্ট) এ ভাষণ দেবেন। এরপর তিনি মিশরের শার্ম এল শেখে যাবেন, যেখানে গাজা যুদ্ধের অবসান নিয়ে বিশ্বনেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০টির বেশি দেশের নেতারা আন্তর্জাতিক ওই সম্মেলনে যোগ দেবেন।

এসি/আপ্র/১৩/১০/২০২৫