ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

২০০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের

  • আপডেট সময় : ০৭:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে ২০০ তালেবান সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা (আইএসপিআর) এ বলেছে, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা অনুমান এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন অনুসারে, ২০০ জনেরও বেশি তালেবান এবং অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। আহতের সংখ্যাও অনেক বেশি।’ খবর আল জাজিরার।

বিবৃতিতে, সীমান্তে রাতভর সংঘর্ষে নিজেদের ২৩ জন সেনা নিহতের তথ্যও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে ২৯ জন সৈন্য আহত হয়েছে বলেও জানানো হয়।

এর আগে, হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেন আফগান কর্মকর্তারা।

রোববার (১২ অক্টোবর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেন, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্রও দখল করেছে। অভিযানে তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত কিংবা আহত হয়েছেন।

এদিকে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আফগানিস্তান ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) এ খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুসারে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক।

এতে বলা হয়, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় (আফগান) পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র মোতায়েন করছে।’

অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। উভয় পক্ষকে একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করার এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করারও আহ্বান জানিয়েছে দেশটি।

ওআ/আপ্র/১২/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২০০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের

আপডেট সময় : ০৭:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে ২০০ তালেবান সেনাকে হত্যার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা (আইএসপিআর) এ বলেছে, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা অনুমান এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন অনুসারে, ২০০ জনেরও বেশি তালেবান এবং অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। আহতের সংখ্যাও অনেক বেশি।’ খবর আল জাজিরার।

বিবৃতিতে, সীমান্তে রাতভর সংঘর্ষে নিজেদের ২৩ জন সেনা নিহতের তথ্যও জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে ২৯ জন সৈন্য আহত হয়েছে বলেও জানানো হয়।

এর আগে, হামলায় পাকিস্তানের অন্তত ৫৮ সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেন আফগান কর্মকর্তারা।

রোববার (১২ অক্টোবর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক এক্স পোস্টে বলেন, আফগান বাহিনী বিপুল পরিমাণ পাকিস্তানি অস্ত্রও দখল করেছে। অভিযানে তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত কিংবা আহত হয়েছেন।

এদিকে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে আফগানিস্তান ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে রোববার (১২ অক্টোবর) এ খবর দিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুসারে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক।

এতে বলা হয়, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় (আফগান) পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাঙ্ক এবং ভারী অস্ত্র মোতায়েন করছে।’

অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। উভয় পক্ষকে একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করার এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করারও আহ্বান জানিয়েছে দেশটি।

ওআ/আপ্র/১২/১০/২০২৫