প্রযুক্তি ডেস্ক : বিশ্বব্যাপী কয়েক লাখ ফোন থেকে জিমেল, ইউটিউব, গুগল ম্যাপসসহ একাধিক গুগল অ্যাপস সাপোর্ট তুলে নিচ্ছে গুগল। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে পুরনো অ্যানড্রয়েড ডিভাইসে ২৭ সেপ্টেম্বর থেকে আর এই অ্যাপসগুলি কাজ করবে না। অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭ অথবা পুরনো ডিভাইসগুলোতে এই অ্যাপসগুলো আর কাজ করবে না। গুগল জানিয়েছে পুরনো অপারেটিং সিস্টেমে সহজেই হ্যাকিং চলানো সম্ভব। তাই গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সব ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করলে পাসওয়ার্ড এরর মেসেজ দেখাবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে সব গুগল অ্যাপ সাপোর্ট।
২০১০ সালের ডিসেম্বরে প্রথম প্রকাশ্যে এসেছিল অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭। এদিকে শিগগিরই বাজারে আসতে চলেছে অ্যানড্রয়েডের পরিবর্তী ভার্সন অ্যানড্রয়েড ১২। তাই প্রায় এক দশকের বেশি পুরনো অ্যানড্রয়েড থেকে সুরক্ষার কারণে বন্ধ হয়ে গেল বিভিন্ন অ্যাপস সাপোর্ট। গুগল বলছে, ‘গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে এবার থেকে আর অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা কম ভার্সনের অ্যানড্রয়েড ফোনের ২৭ সেপ্টেম্বরের পর থেকে আর গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা যাবে না। এর ফলে জিমেইল, ইউটিউব, ম্যাপের মতো সার্ভিসগুলো আর এই ডিভাইসগুলো থেকে ব্যবহার করা যাবে না।’ ‘আপনার ফোনে যদি কোন সফটওয়্যার আপডেট বাকি থাকে তবে সেই আপডেট ইনস্টল করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবেই অ্যানড্রয়েড ২.৩.৭ অথবা পুরনো ভার্সনের অ্যানড্রয়েড ডিভাইস থেকে গুগল সার্ভিস ব্যবহার চালিয়ে যাওয়া সম্ভব হবে। জানিয়েছে গুগল। গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নিয়মিত পুরনো ভার্সন থেকে সাপোর্ট তুলে নেয় গুগল। সেই কাজেই এবার তালিকা থেকে বাদ পড়ল অ্যানড্রয়েড ভার্সন ২.৩.৭।
কয়েক লাখ ফোনে কাজ করবে না জিমেইল, ইউটিউব ও ম্যাপস
ট্যাগস :
কয়েক লাখ ফোনে কাজ করবে না জিমেইল
জনপ্রিয় সংবাদ