ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, যুবক আটক

  • আপডেট সময় : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের সালথায় বসতঘরের সিঁধ কেটে বসতঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ওই যুবককে আটক করে সালথা থানা পুলিশ।

জানা গেছে, আটক রিপন মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আক্তার মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বসতঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে রিপন। পরে বিষয়টি জানাজানি হলে সকালে এলাকার লোকজন রিপনকে তার বাড়িতে ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওই গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, আমি কাজের জন্য ৮দিন ধরে বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল। বখাটে রিপন সিঁধ কেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পরিদর্শক( তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, ঘরের সিঁধ কেটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসি/আপ্র/০৮/১০/২০

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

চলতি বছর ডেঙ্গুতে ২২০ জনের মৃত্যু

সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, যুবক আটক

আপডেট সময় : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরের সালথায় বসতঘরের সিঁধ কেটে বসতঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপন মোল্যা (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে ওই যুবককে আটক করে সালথা থানা পুলিশ।

জানা গেছে, আটক রিপন মোল্যা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের আক্তার মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বসতঘরে সিঁধ কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে রিপন। পরে বিষয়টি জানাজানি হলে সকালে এলাকার লোকজন রিপনকে তার বাড়িতে ঘিরে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওই গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, আমি কাজের জন্য ৮দিন ধরে বাড়ির বাইরে ছিলাম। আমার স্ত্রী দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল। বখাটে রিপন সিঁধ কেটে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পরিদর্শক( তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, ঘরের সিঁধ কেটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রিপনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসি/আপ্র/০৮/১০/২০