মাগুরা সংবাদদাতা: মাগুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ঢাকা-মাগুরা মহাসড়কের বিএডিসি অফিসের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর সিপিসি ঝিনাইদহের মেজর মো. নাইম আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— মাগুরা সদর উপজেলার রুপাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নাসির হোসেন (৩৫) এবং সদর উপজেলার জগদল ঠাকুরভিটা এলাকার খলিলুর রহমানের ছেলে ইমান উদ্দিন (৩২)।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুই ব্যক্তি গাঁজা নিয়ে যাচ্ছিলেন। পরে ওই স্থানে চেকপোস্ট বসিয়ে অটোরিকশাটি থামানো হয়। তল্লাশিতে ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে মাগুরা ও আশপাশের এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধার করা মাদকদ্রব্য ও অটোরিকশা জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে মাদক চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করা হবে।
এসি/আপ্র/০৮/১০/২০২