চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের মদুনাঘাটে গুলি করে হাকিম চৌধুরী (৫০) নামের বিএনপির এক কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাইভেট কারযোগে রাউজান থেকে চট্টগ্রাম শহরে আসার পথে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তার বুক, পেটসহ শরীরে পাঁচটি গুলি করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দ। হামিম এগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী ছিলেন তিনি। হাকিম চৌধুরী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। গিয়াস কাদের চৌধুরীর অনুসারীদের দাবী, রাউজানের বাসিন্দা হাকিম চৌধুরী টার্গেট কিলিংয়ের শিকার।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এক নেতা কালের কণ্ঠকে বলেন, মঙ্গলবার (৭ অক্টোবর) মাগরিবের ১০/১৫ মিনিট আগে হাকিম চৌধুরী প্রাইভেট গাড়িতে চট্টগ্রাম নগরে আসছিলেন। পথে হালদা নদী পার হয়ে মদুনাঘাট পৌঁছালে হেলমেট পরা মোটরসাইকেল আরোহীরা তাকে গুলি করে। ঘটনাস্থলের অদূরে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
৫ আগস্টের পট পরিবর্তনের পর এ নিয়ে প্রায় দেড় ডজন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী খুন হলেন।
ওআ/আপ্র/০৭/১০/২০২৫