প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। গাজামুখী ত্রাণবহর ‘সুমুদ ফ্লোটিলায়’ যাত্রা, গ্রেপ্তার এবং পরে অন্য দেশে বিতাড়িত হওয়ার ঘটনায় ট্রাম্প থুনবার্গকে ‘ঝামেলাবাজ’ বলে অভিহিত করে মন্তব্য করেছিলেন, ‘ওর ডাক্তার দেখানো দরকার। ওর রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে।’ ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় থুনবার্গ পরোক্ষভাবে তাকেই পাল্টা খোঁচা দিয়েছেন।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পের মন্তব্যের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরপরই থুনবার্গ তার ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানান। তিনি পোস্টে বলেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তার চরিত্র নিয়ে ‘অতি-প্রশংসামূলক’ মন্তব্য শুনেছেন এবং একই সঙ্গে তার মানসিক স্বাস্থ্য নিয়ে ট্রাম্পের উদ্বেগের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
তবে, বক্তব্যের দ্বিতীয় অংশেই থুনবার্গ সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে তীব্র খোঁচা দেন। তিনি বলেন, ‘ট্রাম্পের উদ্দেশে বলছি— তথাকথিত এই “অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সমস্যা” মোকাবিলার জন্য আপনার কাছে যদি কোনো সুপারিশ থাকে, তবে আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করব। কারণ, (এ ব্যাপারে) আপনার দুর্দান্ত ট্র্যাক রেকর্ড দেখেই বোঝা যায়—আপনি নিজেও সম্ভবত একই সমস্যায় ভুগছেন!’
এই মন্তব্যের মাধ্যমে থুনবার্গ সূক্ষ্মভাবে ট্রাম্পের নিজস্ব ‘রাগ নিয়ন্ত্রণের সমস্যা’র প্রতি ইঙ্গিত করে তার কটাক্ষের কড়া জবাব দিলেন।
ওআ/আপ্র/০৭/১০/২০২৫