ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

এক ঘণ্টা লিফটে আটকে থাকার পর উদ্ধার অভিনেত্রী

  • আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: দীর্ঘ এক ঘণ্টা লিফটে আটকা পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লিফট খুলে উদ্ধার করা হয় তাকে। সম্প্রতি রাজধানীর উত্তরায় ঘটা এ ঘটনার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ভয়াবহ এ অভিজ্ঞতার কথা জানিয়েছেন নীলাঞ্জনা নীলা। ভিডিওতে তিনি নিজেই আটকে পড়ার দৃশ্য দেখিয়েছেন। মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করে রেখেছিলেন তিনি।

অভিনেত্রীর ভিডিওতে দেখা যায়, লিফটে আটকে পড়ার পর কোন পরিস্থিতিতে রয়েছেন, কেমন আছেন- সবই জানিয়েছেন। কোনো ভয় বা আতঙ্ক সৃষ্টি যেন না হয়, এ কারণে কথা বলছিলেন। আবার ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি পান করতেও দেখা গেছে তাকে।

এরপর উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লিফটের দরজা কিছুটা ফাঁক করে রাখেন। যাতে শ্বাস নিতে সমস্যা না হয় নীলাঞ্জনা নীলার। তারপর প্রায় এক ঘণ্টা সময় ব্যয় করে লিফট থেকে উদ্ধার করা হয় তাকে।

এ অভিনেত্রীর লিফটে আটকে পড়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তা করছিলেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষরা। তবে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

প্রসঙ্গত, নীলাঞ্জনা নীলা ছোটপর্দার পরিচিত অভিনেত্রী। নির্মাতা বদরুল আনাম সৌদের শ্যামা কাব্য সিনেমায় অভিনয় করে আলোচনায় জায়গা করে নিয়েছিলেন এ অভিনেত্রী।

ওআ/আপ্র/১০/০৬/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এক ঘণ্টা লিফটে আটকে থাকার পর উদ্ধার অভিনেত্রী

আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক: দীর্ঘ এক ঘণ্টা লিফটে আটকা পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লিফট খুলে উদ্ধার করা হয় তাকে। সম্প্রতি রাজধানীর উত্তরায় ঘটা এ ঘটনার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ভয়াবহ এ অভিজ্ঞতার কথা জানিয়েছেন নীলাঞ্জনা নীলা। ভিডিওতে তিনি নিজেই আটকে পড়ার দৃশ্য দেখিয়েছেন। মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করে রেখেছিলেন তিনি।

অভিনেত্রীর ভিডিওতে দেখা যায়, লিফটে আটকে পড়ার পর কোন পরিস্থিতিতে রয়েছেন, কেমন আছেন- সবই জানিয়েছেন। কোনো ভয় বা আতঙ্ক সৃষ্টি যেন না হয়, এ কারণে কথা বলছিলেন। আবার ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি পান করতেও দেখা গেছে তাকে।

এরপর উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লিফটের দরজা কিছুটা ফাঁক করে রাখেন। যাতে শ্বাস নিতে সমস্যা না হয় নীলাঞ্জনা নীলার। তারপর প্রায় এক ঘণ্টা সময় ব্যয় করে লিফট থেকে উদ্ধার করা হয় তাকে।

এ অভিনেত্রীর লিফটে আটকে পড়ার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দুশ্চিন্তা করছিলেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও কাছের মানুষরা। তবে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

প্রসঙ্গত, নীলাঞ্জনা নীলা ছোটপর্দার পরিচিত অভিনেত্রী। নির্মাতা বদরুল আনাম সৌদের শ্যামা কাব্য সিনেমায় অভিনয় করে আলোচনায় জায়গা করে নিয়েছিলেন এ অভিনেত্রী।

ওআ/আপ্র/১০/০৬/২০২৫