ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

  • আপডেট সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। শনিবার (৪ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে সেওলেসাওরা। এই হারে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। আগের ১৯ অংশগ্রহণে ৫ বার চ্যাম্পিয়ন এবং চারবার রানার্সআপ হয়েছে দলটি। সবচেয়ে বাজে ফল ছিল ২০০৭ আসরে— দ্বিতীয় রাউন্ড। এবার তা ছাপিয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে বিদায়। একই রাতে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

ব্রাজিল এবারের বিশ্বকাপটা শুরু করেছিল মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করে। তবে তাদের বিশ্বকাপ স্বপ্নে বড় একটা ধাক্কা লাগে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গিয়ে। এরপরও অবশ্য তাদের সম্ভাবনা ছিল পরের রাউন্ডে খেলার। দ্বিতীয়, কিংবা সেরা তৃতীয় দল হয়ে শেষ ষোলয় খেলার সুযোগ ছিল তাদের সামনে।অ্যাক্টিভওয়্যার

তবে শনিবার রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গিয়ে সে সুযোগটাও খুইয়ে বসে সেলেসাওরা। ৪৭ মিনিটের মাথায় গোল করে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ব্রাভো। সে গোলের জবাব দিতে পারেনি ব্রাজিল। ফলে হার নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।

এদিকে, আর্জেন্টিনা ছিল ডি গ্রুপে। তিন ম্যাচের সবকটিতে জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেছে শেষ ষোলোয়। সারকোর জোড়া গোল আর সুবিয়াব্রের লক্ষ্যভেদে ভর করে তারা কিউবাকে হারায় প্রথমে। এরপর সারকো, পেরেজ, সুবিয়াব্রে আর আন্দিনোর গোলে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারায় তারা।

গতকাল গোরোসিতোর আত্মঘাতী গোলে ইতালিকে হারানোয় নিশ্চিত হয়ে যায় তাদের গ্রুপ শ্রেষ্ঠত্ব। আগামী ৮ অক্টোবর শেষ ষোলোর লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। দলটি সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৭ সালে।

এ ছাড়া আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপ থেকে জাপান ও চিলি এবং ‘বি’ গ্রুপ থেকে ইউক্রেন ও প্যারাগুয়ে।

ওআ/আপ্র/০৫/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের, গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আপডেট সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

ক্রীড়া ডেস্ক: চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। শনিবার (৪ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে সেওলেসাওরা। এই হারে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। আগের ১৯ অংশগ্রহণে ৫ বার চ্যাম্পিয়ন এবং চারবার রানার্সআপ হয়েছে দলটি। সবচেয়ে বাজে ফল ছিল ২০০৭ আসরে— দ্বিতীয় রাউন্ড। এবার তা ছাপিয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে বিদায়। একই রাতে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

ব্রাজিল এবারের বিশ্বকাপটা শুরু করেছিল মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করে। তবে তাদের বিশ্বকাপ স্বপ্নে বড় একটা ধাক্কা লাগে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গিয়ে। এরপরও অবশ্য তাদের সম্ভাবনা ছিল পরের রাউন্ডে খেলার। দ্বিতীয়, কিংবা সেরা তৃতীয় দল হয়ে শেষ ষোলয় খেলার সুযোগ ছিল তাদের সামনে।অ্যাক্টিভওয়্যার

তবে শনিবার রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গিয়ে সে সুযোগটাও খুইয়ে বসে সেলেসাওরা। ৪৭ মিনিটের মাথায় গোল করে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ব্রাভো। সে গোলের জবাব দিতে পারেনি ব্রাজিল। ফলে হার নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের।

এদিকে, আর্জেন্টিনা ছিল ডি গ্রুপে। তিন ম্যাচের সবকটিতে জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেছে শেষ ষোলোয়। সারকোর জোড়া গোল আর সুবিয়াব্রের লক্ষ্যভেদে ভর করে তারা কিউবাকে হারায় প্রথমে। এরপর সারকো, পেরেজ, সুবিয়াব্রে আর আন্দিনোর গোলে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারায় তারা।

গতকাল গোরোসিতোর আত্মঘাতী গোলে ইতালিকে হারানোয় নিশ্চিত হয়ে যায় তাদের গ্রুপ শ্রেষ্ঠত্ব। আগামী ৮ অক্টোবর শেষ ষোলোর লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। দলটি সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৭ সালে।

এ ছাড়া আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপ থেকে জাপান ও চিলি এবং ‘বি’ গ্রুপ থেকে ইউক্রেন ও প্যারাগুয়ে।

ওআ/আপ্র/০৫/১০/২০২৫