ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

নারীকে মারধর ও ছিনতাই, পাটালী গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বোটঘাট এলাকায় এক নারীকে মারধর ও তার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কিশোর গ্যাং পাটালী গ্রুপের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই চারজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন- সম্রাট (২৫), শিপন (২৭), বাদশা (২৭) ও রাসেল (২৫)। এদের মধ্যে সম্রাট পুলিশের ওপর হামলার একটি মামলায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটালী গ্রুপের এই চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন গত বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক নারীকে মারধর করে তার কাছ থেকে এক লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

]ভুক্তভোগী শিরিন বেগম এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এসআই খোরশেদ আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বাদশা বোটঘাট এলাকায় গাঁজার স্পট পরিচালনা করে। তারা চারজনই পাটালী গ্রুপের প্রধান ‘ফালান’-এর ঘনিষ্ঠ ও সক্রিয় সদস্য। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে কুপিয়ে আহত করার মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নারীকে মারধর ও ছিনতাই, পাটালী গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বোটঘাট এলাকায় এক নারীকে মারধর ও তার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কিশোর গ্যাং পাটালী গ্রুপের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই চারজনকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন- সম্রাট (২৫), শিপন (২৭), বাদশা (২৭) ও রাসেল (২৫)। এদের মধ্যে সম্রাট পুলিশের ওপর হামলার একটি মামলায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাটালী গ্রুপের এই চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন গত বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এক নারীকে মারধর করে তার কাছ থেকে এক লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

]ভুক্তভোগী শিরিন বেগম এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। এসআই খোরশেদ আরো জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বাদশা বোটঘাট এলাকায় গাঁজার স্পট পরিচালনা করে। তারা চারজনই পাটালী গ্রুপের প্রধান ‘ফালান’-এর ঘনিষ্ঠ ও সক্রিয় সদস্য। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক ছিনতাই, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে কুপিয়ে আহত করার মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হয়।

আজকের প্রত্যাশা/কেএমএএ