নিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সরকারি সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ থাকলেও ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব পার্বত্য এলাকায় স্বল্পমেয়াদী বন্যার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে কয়েকদিনের জন্য মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টি হতে পারে, তাই নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলামের স্বাক্ষরিত অক্টোবর মাসের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, অক্টোবরে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে ১-৩ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র বিজলীসহ বজ্রবৃষ্টি এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি ধরণের বিজলীসহ বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে।
বন্যা পরিস্থিতি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে ভারী বৃষ্টিজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বজ্রপাত হলে জানালা ও দরজা বন্ধ রেখে ঘরে থাকা, সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা উচিত।
এছাড়া গাছের নিচে না গিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া, কংক্রিটের মেঝে ও দেয়ালে শয়ন বা হেলান না দেওয়া, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো প্লাগ খুলে রাখা, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকাসহ শিলাবৃষ্টির সময় ঘরে থাকতে বলা হয়েছে।
ওআ/আপ্র/০২/১০/২০২৫