ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে: দুদু

  • আপডেট সময় : ০৯:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নীলফামারী সংবাদদাতা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত এরই মধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করে নির্বাচনী মাঠে নেমে পড়েছে। তারা অন্যান্য রাজনৈতিক দল ও বিএনপির চেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছে। এজন্য নির্বাচনে জামায়াত অংশ নেবে না, এটা বলা ঠিক না। তবে বিএনপিও নির্বাচনী প্রস্তুতির মধ্যে আছে।

বুধবার (১ অক্টোবর) রাতে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, পিআর পদ্ধতি হচ্ছে সাংবিধানিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধানকে পরিবর্তন করতে হবে। কেউ চাইলেই হবে না।

তিনি আরো বলেন, যে কোনো রাজনৈতিক দলকে তাদের বক্তব্য জনগণের সামনে আনতেই পারে। এতে তাদের স্বাধীনতা রয়েছ। তবে বিএনপি ৩১ দফার ভিত্তিতে নির্বাচন করবে। আর বিএনপি বিশ্বাস করে নির্বাচনী তফসিল ঘোষণা হলেই জামায়াতসহ সব দল নির্বাচনে অংশ নিবে।

এসময় সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার, পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পদ্দারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/০২/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে: দুদু

আপডেট সময় : ০৯:৪২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

নীলফামারী সংবাদদাতা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত এরই মধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করে নির্বাচনী মাঠে নেমে পড়েছে। তারা অন্যান্য রাজনৈতিক দল ও বিএনপির চেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছে। এজন্য নির্বাচনে জামায়াত অংশ নেবে না, এটা বলা ঠিক না। তবে বিএনপিও নির্বাচনী প্রস্তুতির মধ্যে আছে।

বুধবার (১ অক্টোবর) রাতে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, পিআর পদ্ধতি হচ্ছে সাংবিধানিক ব্যাপার। এটি পরিবর্তন করতে হলে সংবিধানকে পরিবর্তন করতে হবে। কেউ চাইলেই হবে না।

তিনি আরো বলেন, যে কোনো রাজনৈতিক দলকে তাদের বক্তব্য জনগণের সামনে আনতেই পারে। এতে তাদের স্বাধীনতা রয়েছ। তবে বিএনপি ৩১ দফার ভিত্তিতে নির্বাচন করবে। আর বিএনপি বিশ্বাস করে নির্বাচনী তফসিল ঘোষণা হলেই জামায়াতসহ সব দল নির্বাচনে অংশ নিবে।

এসময় সৈয়দপুর বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আকতার, পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পদ্দারসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/০২/১০/২০২৫