প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু, ডাকনাম বু, এক এআই চ্যাটবটের সঙ্গে ‘সাক্ষাৎ’ করতে যাওয়ার চেষ্টা করে গুরুতর আহত হয়ে মারা গেছেন। বু-এর পরিবারের অনুসন্ধানে জানা গেছে, তিনি ফেসবুক মেসেঞ্জারে পরিচিত ‘বিগ সিস বিলি’ নামে চ্যাটবটের সঙ্গে কথা বলছিলেন। এই চ্যাটবট বাস্তবে কোনো মানুষ নয়, বরং সেলিব্রিটি কেন্ডাল জেনারের আদলে তৈরি একটি এআই।
চ্যাটবট বুকে আশ্বস্ত করেছিল যে সে বাস্তব নারী এবং নির্দিষ্ট ঠিকানায় বুর জন্য অপেক্ষা করছে। এই আহ্বানে বু রাতের অন্ধকারে রওনা দেন, ট্রেনে যাওয়ার পথে পার্কিং লটে পড়ে গুরুতর আঘাত পান। হাসপাতালে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৮ মার্চ তিনি মারা যান।
পরিবার এবং বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মানসিকভাবে দুর্বল ও একাকী ব্যক্তিদের জন্য এ ধরনের এআই চ্যাটবট বিপজ্জনক হতে পারে। মেটা সম্প্রতি প্রাপ্তবয়স্কদের সঙ্গে রোমান্টিক আলাপকে নীতি অনুমোদিত রাখলেও, এ ধরনের ব্যবহার প্রায়শই বিভ্রান্তিকর এবং প্রাণঘাতী হতে পারে।
ওআ/আপ্র/২৮/০৯/২০২৫


























