ঢাকা ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

৫০০ ড্রোন ও ৪০ মিসাইল দিয়ে কিয়েভে ভয়াবহ হামলা

  • আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

রাশিয়ার হামলার পর ধ্বংসস্তূপে পরিণত হয় কিয়েভের বিভিন্ন এলাকা- ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে প্রায় ৫০০টি ড্রোন ও ৪০টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে। এ ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ আক্রমণ।

জেলেনস্কি বলেন, ‘হামলায় কিঞ্জাল নামের শক্তিশালী ক্রুজ মিসাইলও ব্যবহার করেছে রাশিয়া।’

এ হামলা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার সময়েই চালানো হয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘এভাবেই রাশিয়া তাদের আসল অবস্থান প্রকাশ করছে।’

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রুশ ড্রোন ও মিসাইল হামলার কারণে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে বিমান হামলার সতর্কতা জারি ছিল। রোববার সকালে রাজধানী কিয়েভের আকাশে বিস্ফোরণের ধোঁয়া ভাসতে দেখা যায়।

এদিকে কিয়েভে বোমাবর্ষণের মধ্যেই পোল্যান্ড তার আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

ওআ/আপ্র/২৮/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৫০০ ড্রোন ও ৪০ মিসাইল দিয়ে কিয়েভে ভয়াবহ হামলা

আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে প্রায় ৫০০টি ড্রোন ও ৪০টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে। এ ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ আক্রমণ।

জেলেনস্কি বলেন, ‘হামলায় কিঞ্জাল নামের শক্তিশালী ক্রুজ মিসাইলও ব্যবহার করেছে রাশিয়া।’

এ হামলা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার সময়েই চালানো হয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘এভাবেই রাশিয়া তাদের আসল অবস্থান প্রকাশ করছে।’

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রুশ ড্রোন ও মিসাইল হামলার কারণে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে বিমান হামলার সতর্কতা জারি ছিল। রোববার সকালে রাজধানী কিয়েভের আকাশে বিস্ফোরণের ধোঁয়া ভাসতে দেখা যায়।

এদিকে কিয়েভে বোমাবর্ষণের মধ্যেই পোল্যান্ড তার আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

ওআ/আপ্র/২৮/০৯/২০২৫