ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

কল রেকর্ড ফাঁসের ভয়ে কারও সঙ্গে কথা বলি না : সিইসি

  • আপডেট সময় : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কারো সঙ্গে কথা বলতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ভয়ে সিইসি রাজনৈতিক নেতাদের সঙ্গেও টেলিফোনে আলাপ এড়িয়ে চলেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আপনাদের পরামর্শ যদি থাকে, লিখিতভাবে, সরাসরি দেখা করে কিংবা অন্যভাবে দিতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা। আমি টেলিফোনে কথা বলি না, কারণ বললেই বলা হয় সিইসির কল রেকর্ড ফাঁস। তাই আমি চাই, সরাসরি অফিসে এসে সামনে বসে কথা হোক।

তিনি আরো বলেন, টেলিফোনে কথা না বলার কারণে অনেকের কাছে তার বদনাম হয়েছে। কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি না। এ কারণেই আমার বিরুদ্ধে নানা বদনাম হয়েছে। আসলে কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোনে কথা বলা থেকে আমি বিরত থাকি।

এসি/আপ্র/২৮/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু, দারোগা গ্রেফতার, তিন সদস্যের তদন্ত কমিটি

কল রেকর্ড ফাঁসের ভয়ে কারও সঙ্গে কথা বলি না : সিইসি

আপডেট সময় : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি টেলিফোনে কারো সঙ্গে কথা বলতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ভয়ে সিইসি রাজনৈতিক নেতাদের সঙ্গেও টেলিফোনে আলাপ এড়িয়ে চলেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আপনাদের পরামর্শ যদি থাকে, লিখিতভাবে, সরাসরি দেখা করে কিংবা অন্যভাবে দিতে পারেন। আমাদের দরজা সবসময় খোলা। আমি টেলিফোনে কথা বলি না, কারণ বললেই বলা হয় সিইসির কল রেকর্ড ফাঁস। তাই আমি চাই, সরাসরি অফিসে এসে সামনে বসে কথা হোক।

তিনি আরো বলেন, টেলিফোনে কথা না বলার কারণে অনেকের কাছে তার বদনাম হয়েছে। কোনো রাজনৈতিক নেতার সঙ্গে আমি টেলিফোনে কথা বলি না। এ কারণেই আমার বিরুদ্ধে নানা বদনাম হয়েছে। আসলে কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে টেলিফোনে কথা বলা থেকে আমি বিরত থাকি।

এসি/আপ্র/২৮/০৯/২০২৫