প্রত্যাশা ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) গত বছরের জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থান ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা এবং হলে অস্ত্র রাখার ঘটনায় শাস্তি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে। এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় নেওয়া হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন শাবির প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আগে সাময়িকভাবে বহিষ্কার করা ১৯ জন শিক্ষার্থীকে খালাস দেয়া হয়েছে এবং কয়েকজনকে সতর্ক করা হয়েছে।
জানা যায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার জন্য ১২ জনকে এবং হলে অস্ত্র রাখার অভিযোগে ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া ১৭ জনকে দুই থেকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, অস্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিছু শিক্ষার্থী সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তবে যাচাই-বাছাই করে দেখা গেছে, অনেক শিক্ষার্থী এক রুম থেকে অন্য রুমে স্থানান্তরিত হয়েছেন। তাই তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কার করলে অবিচার হবে। এজন্য তাদের খালাস দেয়া হয়েছে।
সানা/কেএমএএ/আপ্র/২৭/০৯/২০২৫