ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে পুশ-ইন ছয়জনকে ফেরাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ

  • আপডেট সময় : ০৪:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: বাংলাদেশে পুশ-ইন করা দুই পরিবারের ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে ফেরত আনতে নির্দেশ দিয়েছেন ভারতের কলকাতার হাইকোর্ট। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পরিবার দুটির সদস্যদের রিট পিটিশনের ভিত্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশে ঠেলে পাঠানো এ ছয়জন কলকাতার বীরভূমের বাসিন্দা এবং ভারতীয় নাগরিক।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বদু শেখ তার মেয়ে সোনালী খাতুন শেখ, তার মেয়ের জামাই দানিশ শেখ এবং অপ্রাপ্তবয়স্ক নাতিকে ফেরত আনার দাবিতে আদালতে পিটিশন করেন। অপরদিকে আমির খান তার বোন সুইটি বিবি, তার ছেলে কুরবান শেখ এবং ইমাম দেওয়ানকে ফেরত আনার দাবিতে পিটিশন করেন।
উভয় মামলাতেই আদালত পর্যবেক্ষণ করেছেন যে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির (মেমো) পদ্ধতিগত নিয়মগুলো মানা হয়নি।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি, তবে এই বিষয়ে জোর দিয়েছেন যে আইনানুগ প্রক্রিয়া পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।
দুটি পিটিশনের ক্ষেত্রেই হাইকোর্টের আদেশে বলা হয়েছে, নির্বাসন (দেশ থেকে বের করে দেওয়া) দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, তাতে এই সন্দেহ জাগে যে সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব তাড়াহুড়ো করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির বিধানগুলো স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন। সূত্র: দ্য হিন্দু

সানা/আপ্র/২৭/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে পুশ-ইন ছয়জনকে ফেরাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় : ০৪:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: বাংলাদেশে পুশ-ইন করা দুই পরিবারের ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে ফেরত আনতে নির্দেশ দিয়েছেন ভারতের কলকাতার হাইকোর্ট। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পরিবার দুটির সদস্যদের রিট পিটিশনের ভিত্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশে ঠেলে পাঠানো এ ছয়জন কলকাতার বীরভূমের বাসিন্দা এবং ভারতীয় নাগরিক।

সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বদু শেখ তার মেয়ে সোনালী খাতুন শেখ, তার মেয়ের জামাই দানিশ শেখ এবং অপ্রাপ্তবয়স্ক নাতিকে ফেরত আনার দাবিতে আদালতে পিটিশন করেন। অপরদিকে আমির খান তার বোন সুইটি বিবি, তার ছেলে কুরবান শেখ এবং ইমাম দেওয়ানকে ফেরত আনার দাবিতে পিটিশন করেন।
উভয় মামলাতেই আদালত পর্যবেক্ষণ করেছেন যে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির (মেমো) পদ্ধতিগত নিয়মগুলো মানা হয়নি।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি, তবে এই বিষয়ে জোর দিয়েছেন যে আইনানুগ প্রক্রিয়া পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।
দুটি পিটিশনের ক্ষেত্রেই হাইকোর্টের আদেশে বলা হয়েছে, নির্বাসন (দেশ থেকে বের করে দেওয়া) দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, তাতে এই সন্দেহ জাগে যে সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব তাড়াহুড়ো করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপির বিধানগুলো স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন। সূত্র: দ্য হিন্দু

সানা/আপ্র/২৭/০৯/২০২৫