ঢাকা ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

পশ্চিমবঙ্গে প্রতিমা আনতে গিয়ে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

  • আপডেট সময় : ০২:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ জুড়ে চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মৌসুম। এর মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দূর্গা প্রতিমা আনতে গিয়ে উল্টে গেল গাড়ি, মৃত্যু হলো তিন তরুণের। আহত হয়েছে আরো তিনজন। এই ঘটনা ঘটেছে রাজ্যের হুগলি জেলার পোলবার অনন্তপুরে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে হুগলি জেলার পোলবার শঙ্করবাটি বারোয়ারী দুর্গাপূজা কমিটির সদস্যরা দুর্গা প্রতিমা আনতে ম্যাটাডর করে যাচ্ছিলেন।

হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পোলবার অনন্তপুরে উড়ালপুলে উল্টে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সবাইকে উদ্ধার করে। তাদের স্থানীয় চন্দননগর মসকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতরা হলেন, শ্যামল চক্রবর্তী ‌(৪২) স্বপন দেব (৩০) এবং ভাস্কর দেবধারা (২৯)। এছাড়া গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজে ওঠার আগেই রাস্তার পাশেই ইট রাখা ছিল। প্রচন্ড গতিতে গাড়িটি এসে ধাক্কা খেয়েই উল্টে যায়। পুলিশ এসে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এসি/আপ্র/২৭/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পশ্চিমবঙ্গে প্রতিমা আনতে গিয়ে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০২:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ জুড়ে চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মৌসুম। এর মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দূর্গা প্রতিমা আনতে গিয়ে উল্টে গেল গাড়ি, মৃত্যু হলো তিন তরুণের। আহত হয়েছে আরো তিনজন। এই ঘটনা ঘটেছে রাজ্যের হুগলি জেলার পোলবার অনন্তপুরে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে হুগলি জেলার পোলবার শঙ্করবাটি বারোয়ারী দুর্গাপূজা কমিটির সদস্যরা দুর্গা প্রতিমা আনতে ম্যাটাডর করে যাচ্ছিলেন।

হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পোলবার অনন্তপুরে উড়ালপুলে উল্টে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সবাইকে উদ্ধার করে। তাদের স্থানীয় চন্দননগর মসকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতরা হলেন, শ্যামল চক্রবর্তী ‌(৪২) স্বপন দেব (৩০) এবং ভাস্কর দেবধারা (২৯)। এছাড়া গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজে ওঠার আগেই রাস্তার পাশেই ইট রাখা ছিল। প্রচন্ড গতিতে গাড়িটি এসে ধাক্কা খেয়েই উল্টে যায়। পুলিশ এসে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এসি/আপ্র/২৭/০৯/২০২৫