ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
বিএনপির বিবৃতি

কলকাতার ‘এই সময়ে’ ফখরুলের সাক্ষাৎকার মিথ্যা ও মনগড়া

  • আপডেট সময় : ০১:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক- বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভাষ্য প্রচার করেছে কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’, সেটিকে ‘ডাহা মিথ্যা ও মনগড়া’ বলেছে বিএনপি।

সাক্ষাৎকারটি নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়ার পর বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত দলের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চান ফখরুল’ এই শিরোনামে গতকাল (মঙ্গলবার) ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয় যা ডাহা মিথ্যা মনগড়া।’

সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব কোনো ‘বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি’ বলেও জানিয়েছে বিএনপি।

উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি এবং দলের মহাসচিবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ‘কল্পনাপ্রসূত’ সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়, বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। এই পত্রিকার (এই সময়) প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতা কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই।

মির্জা ফখরুলের এই সাক্ষাৎকারটি কলকাতার দৈনিক ‘এই সময়’ প্রকাশ করে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়। সেখানে মির্জা ফখরুল বলেন, তাদের কাছে ‘৩০টি আসন’ চেয়েছিল জামায়াত। এর জবাবে ‘অনেক কম’ সংখ্যার কথা বলেছে বিএনপি, যা তাদের ‘মনঃপূত হয়নি’। জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, ‘এই সময়ের’ ওই সাক্ষাৎকারটি সঠিক নয়। তিনি বলেন ওই নিউজটা ফেক নিউজ। ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়ে’ আমি এই ধরনের কোনো কথা বলিনি।

এরপর মঙ্গলবার রাতে ‘এই সময়’ ওই সাক্ষাৎকারটি হালনাগাদ করে। তাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদমাধ্যমের প্রতিবেদক অনমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মির্জা ফখরুলের ছবিও প্রকাশ করা হয়।

মির্জা ফখরুলের ওই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউ ইয়র্কে আছেন।

এসি/সানা/আপ্র/২৪/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএনপির বিবৃতি

কলকাতার ‘এই সময়ে’ ফখরুলের সাক্ষাৎকার মিথ্যা ও মনগড়া

আপডেট সময় : ০১:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক- বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভাষ্য প্রচার করেছে কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’, সেটিকে ‘ডাহা মিথ্যা ও মনগড়া’ বলেছে বিএনপি।

সাক্ষাৎকারটি নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়ার পর বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত দলের এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চান ফখরুল’ এই শিরোনামে গতকাল (মঙ্গলবার) ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয় যা ডাহা মিথ্যা মনগড়া।’

সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব কোনো ‘বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি’ বলেও জানিয়েছে বিএনপি।

উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি এবং দলের মহাসচিবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ‘কল্পনাপ্রসূত’ সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়, বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। এই পত্রিকার (এই সময়) প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতা কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই।

মির্জা ফখরুলের এই সাক্ষাৎকারটি কলকাতার দৈনিক ‘এই সময়’ প্রকাশ করে সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়। সেখানে মির্জা ফখরুল বলেন, তাদের কাছে ‘৩০টি আসন’ চেয়েছিল জামায়াত। এর জবাবে ‘অনেক কম’ সংখ্যার কথা বলেছে বিএনপি, যা তাদের ‘মনঃপূত হয়নি’। জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, ‘এই সময়ের’ ওই সাক্ষাৎকারটি সঠিক নয়। তিনি বলেন ওই নিউজটা ফেক নিউজ। ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়ে’ আমি এই ধরনের কোনো কথা বলিনি।

এরপর মঙ্গলবার রাতে ‘এই সময়’ ওই সাক্ষাৎকারটি হালনাগাদ করে। তাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ সংবাদমাধ্যমের প্রতিবেদক অনমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে মির্জা ফখরুলের ছবিও প্রকাশ করা হয়।

মির্জা ফখরুলের ওই সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সাথে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউ ইয়র্কে আছেন।

এসি/সানা/আপ্র/২৪/০৯/২০২৫