ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৭৫ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : ০১:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে ৪ টাকা ধরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের প্রায় ৭৫ কোটি টাকা নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এই ঘোষণা দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১ টাকা ১ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছির ৯ টাকা ৭৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়।

এদিকে, ঘোষিত লভ্যাংশ ও আলোচিত হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৩ নভেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২২ অক্টোবর।

এসি/আপ্র/২৩/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৭৫ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা

আপডেট সময় : ০১:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য তাদের শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে ৪ টাকা ধরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের প্রায় ৭৫ কোটি টাকা নগদ লভ্যাংশ দেবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এই ঘোষণা দেওয়া হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১ টাকা ১ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছির ৯ টাকা ৭৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৩ টাকা ৭৫ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়।

এদিকে, ঘোষিত লভ্যাংশ ও আলোচিত হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৩ নভেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২২ অক্টোবর।

এসি/আপ্র/২৩/০৯/২০২৫