ওলি মুন্সী : বর্ষার পানি কমলেও
বালিশের পানি কমে কই?
জয়নবের সুখের বিছানায় বসন্তবরণ,
আর আমার কার্তিকের গোঙানো রাইত
উকিলের বিচ্ছেদি গানে করুণ হয়ে উঠে
হৃদয়ের তবলা।
জোনাকিপোকার মতো দুই চউখ রাইত
জাইগা স্বপ্ন দেখে জয়নব রে।
কই গেলো তার অবলা মন, দেওয়ার কথা যা ছিল
দিছেইতো প্রলোবনের জল,বিয়ের কার্ড
নিদিষ্ট দিন,আর একটু শান্তনা আমার জন্য
কষ্ট করোনা, পান করে নিও ভুলে যাওয়া বিষ।
জয়নবের বিষ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ