মেছবাহুল হাছান রানা : শনশনিয়ে বইছে বায়ু ভীষণ তাহার বেগ,
দূর গগণে ভাসছে ভেলায় শ্বেতরূপী ঐ মেঘ।
ঝড়ঝড়িয়ে ঝরছে বারী নিচ্ছে নতুন রূপ,
নারীর মতো সাজছে যে কাশ একেলা নিশ্’চুপ।
ঊর্ধ্ব গগণ, নি¤œ ভূধর মাঠের চারি’পাশ,
দুলদুলিয়ে দুলছে দুপাশ দৃষ্টি মোহন কাশ।
বইছে বায়ু ঝরছে বারী জমলো সাদার ভিড়,
ঊর্ধ্বাকাশে মিশলো এ কাশ উচ্চ করে শির।
তীব্র রোদের তীক্ষè কিরণ নাই শীতলের লেশ,
তার মাঝে ঐ কাশ কাননে কাশ ছড়ালো কেশ।
শিল্পীর হাতে সৃষ্ট যেন মুগ্ধ পরি’বেশ,
কাশ ফুলও নয় ঘাস ফুলও নয় আস্ত পরীর দেশ।
প্রেম পিয়াসুর স্বর্গ এ যে কবির কাম্য আশ,
নির্মল-ধবল মাঠখানি মোর শুদ্ধ করে শ্বাস।
কাশ কাননের কঙ্কণী ঐ হুর-পরীদের নুর,
স্বর্গ এ যে মর্ত্য নহে; পাতাল অন্তঃপুর।