ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

‘আপনি এখনো বেঁচে আছেন’ সালমান শাহ স্মরণে শাকিব

  • আপডেট সময় : ০৪:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছিলো নব্বই দশকের ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ক্ষণিকের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এই কিংবদন্তি; রাতারাতি হয়ে ওঠেন পর্দার স্টাইল আইকন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ নিভে যায় তার জীবনপ্রদীপ। তার অনুপস্থিতির তিন দশক পেরিয়ে গেলেও এখনও অমর হয়েই আছেন এই নায়ক; তাই তো এই মহান নায়ককে শ্রদ্ধাভরে স্মরণ করেন সকলে।

সালমান শাহর এবারের জন্মদিবসেও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় কোনো কমতি দেখা যায়নি। ভক্তদের পাশাপাশি দেশের সিনেমা অঙ্গনের তারকারাও তাকে স্মরণ করছেন। তাদের একজন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। জন্মদিন উপলক্ষে সালমান শাহকে শ্রদ্ধা জানিয়ে ফটোকার্ড পোস্ট করেছেন; প্রকাশ করলেন প্রিয় নায়কের প্রতি তার আবেগ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এর পক্ষ থেকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন সালমান শাহ।’ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষ অমরত্ব পায় তার দ্যুতিময় কর্মের মাধ্যমে। সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম।’

এরপর নিজেই শাকিব খান পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে মন্তব্য করেন, ‘আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য! আপনি অমর… এখনো বেঁচে আছেন।’

পোস্টটি দেখে ভক্তরাও আপ্লুত হয়েছেন। তারা মন্তব্য ঘরে সালমান শাহর অমরত্ব স্বীকার করেন, সঙ্গে শাকিব খানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

ওআ/আপ্র/১৯/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘আপনি এখনো বেঁচে আছেন’ সালমান শাহ স্মরণে শাকিব

আপডেট সময় : ০৪:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছিলো নব্বই দশকের ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন। ক্ষণিকের জন্য ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এই কিংবদন্তি; রাতারাতি হয়ে ওঠেন পর্দার স্টাইল আইকন। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে হঠাৎ নিভে যায় তার জীবনপ্রদীপ। তার অনুপস্থিতির তিন দশক পেরিয়ে গেলেও এখনও অমর হয়েই আছেন এই নায়ক; তাই তো এই মহান নায়ককে শ্রদ্ধাভরে স্মরণ করেন সকলে।

সালমান শাহর এবারের জন্মদিবসেও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় কোনো কমতি দেখা যায়নি। ভক্তদের পাশাপাশি দেশের সিনেমা অঙ্গনের তারকারাও তাকে স্মরণ করছেন। তাদের একজন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। জন্মদিন উপলক্ষে সালমান শাহকে শ্রদ্ধা জানিয়ে ফটোকার্ড পোস্ট করেছেন; প্রকাশ করলেন প্রিয় নায়কের প্রতি তার আবেগ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শাকিব খান তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এর পক্ষ থেকে একটি ফটোকার্ড শেয়ার করেন, যাতে লেখা ছিল, ‘শুভ জন্মদিন সালমান শাহ।’ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মানুষ অমরত্ব পায় তার দ্যুতিময় কর্মের মাধ্যমে। সালমান শাহ তেমনই এক মহান শিল্পীর নাম।’

এরপর নিজেই শাকিব খান পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে মন্তব্য করেন, ‘আপনার অনুপস্থিতি এখনও অবিশ্বাস্য! আপনি অমর… এখনো বেঁচে আছেন।’

পোস্টটি দেখে ভক্তরাও আপ্লুত হয়েছেন। তারা মন্তব্য ঘরে সালমান শাহর অমরত্ব স্বীকার করেন, সঙ্গে শাকিব খানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

ওআ/আপ্র/১৯/০৯/২০২৫